বিনোদন ডেস্ক : ভারতের কলতায় ব্যস্ত সময় পাড় করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেখানে তিনি ইউরো কোলার বিজ্ঞাপনের দৃশ্যে অংশ নিয়েছেন। কৃত্রিম বৃষ্টিতে ভিজে এই বিজ্ঞাপনের শুটিং শেষ করেন তিনি।
এদিকে কিছুদিন আগে কোমল পানীয় ইউরো কোলার শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মাহিয়া মাহি। এরই অংশ হিসেবে ভারতের কলকাতায় ওই বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন তিনি। এতে কৃত্রিম লেকে বৃষ্টিতে ভিজে তাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়।
মাহি বলেন, ‘শুধু বিজ্ঞাপনেই নয়, এই কোম্পানির সাথে আমার তিন বছরের চুক্তি হয়েছে। তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমি উপস্থিত থাকব। ঘুরে বেড়াব দেশজুড়েই। এ পণ্যের প্রচার ও প্রসারে বিভিন্ন বিজ্ঞাপনচিত্র, ইভেন্ট ও কর্মশালায়ও অংশ নেব।’
আগামী রোজায় সময় বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচারের কথা রয়েছে। মাহি জানিয়েছেন, ইউরো কোলার কর্তৃপক্ষ এমন কথাই তাকে জানিয়েছেন।
১০ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন