মঙ্গলবার, ১০ মে, ২০১৬, ০৫:৪০:৩৩

ঢাকায় আসছেন বলিউডের ‘ধারকান’গার্ল শিল্পা শেঠী

ঢাকায় আসছেন বলিউডের ‘ধারকান’গার্ল শিল্পা শেঠী

বিনোদন ডেস্ক : ‘ধারকান’গার্ল শিল্পা শেঠি। বলিউডের তুমুল জনপ্রিয় এ অভিনেত্রী প্রথমবারের মত ঢাকায় আসছেন! আগামী ১৩ মে শুক্রবার সকালে তিনি ঢাকায় আসবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

ইভেন্ট কম্পানি ‘দ্য প্লাটফর্ম’র আয়োজনে এবং আমন্ত্রণে ‘প্যাশন ফর ফ্যাশন-২’ শিরোনামের ফ্যাশন শো’তে অংশ নেওয়ার জন্যই তিনি ঢাকায় আসছেন। অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে এরিস্টোক্রেট ইভেন্টস।

প্রতিষ্ঠানটি জানিয়েছেন, ১৩ মে শুক্রবার সকালে ঢাকায় এসে প্রোগ্রাম শেষ করে ১৪ মে সকালে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি। কোনো প্রকার টিকিট বিক্রি করা হবে না এই অনুষ্ঠানের। আমন্ত্রিত অতিথিরাই প্রবেশের অনুমতি পাবেন। আর পুরো অনুষ্ঠানটি আরটিভিতে রাত ৮টা ৩০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

শিল্পা শেঠি ছাড়াও এই ফ্যাশন শোতে অংশ নেবেন দেশের জনপ্রিয় মডেল- ইমি, হিরা, মারিয়া মিলি, রাইয়া, ঈশা, মাসিয়াতসহ আরো অনেকে। বিভিন্ন ফ্যাশন হাউসের পোশাকে ১৫টি কিউ দিয়ে সাজানো হবে পুরো ফ্যাশন শো’টি।

মূল অনুষ্ঠান শুরু হবে আগামী ১৩ মে, শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘ইন্টারন্যাশনাল বসুন্ধরা কনভেনশন সেন্টার’-এর গোলনকশা হলে। এর আগে ওইদিন বিকেল ৩টায় লা মেরিডিয়ান ঢাকা’র কনফারেন্স রুমে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন শিল্পা শেঠিসহ আয়োজকবৃন্দ।
১০ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে