মঙ্গলবার, ১০ মে, ২০১৬, ০৮:৪৫:১৮

ইসলাম ধর্মে নিজেকে সপে দিলেন বীনা মালিক

ইসলাম ধর্মে নিজেকে সপে দিলেন বীনা মালিক

বিনোদন ডেস্ক : আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্মের দিকে ঝুঁকলেন পাকিস্তানের বিতর্কিত অভিনেত্রী বীনা মালিক।  তিনি একেবারেই বদলে গেছেন।  অথচ ইসলামের অবমাননার অভিযোগে এক সময় আদালত তাকে কারাদণ্ড দিয়েছিলেন।  কিন্তু এখন তিনি ইসলাম অধ্যয়নে নিজেকে সঁপে দিতে চান।

সংবাদ সম্মেলন করে এ কথা জানান পাকিস্তানের রুপালি পর্দার এই অভিনেত্রী।  জামিয়া বিনোরিয়া মাদ্রাসার মুফতি নঈমের কাছে ইসলামের পাঠ নেবেন তিনি।

বীনা জানিয়েছেন, তার বাচ্চারাও যাতে ইসলামের শিক্ষা নেয়, সেটা সুনিশ্চিত করবেন।  গত কয়েক বছর বিদেশে কাটানোর পর বীনা ধর্মের দিকে ঝুঁকলেন।  

ভারতীয় টিভি শো ‘বিগ বস-এ যোগ দেয়ায় ২০১১ সালে তার প্রবল সমালোচনা করেছিলেন পাকিস্তানের ধর্মীয় নেতারা।

মুফতি আবদুল কাউয়ি টিভিতে বলেছিলেন, পাকিস্তান ইসলামকে অপমান করেছো তুমি! ২০১১ সালেই একটি ম্যাগাজিনের কভারে ছবি প্রকাশের জন্যও তার কড়া নিন্দা জানানো হয়েছিল।

২০১৪ সালের নভেম্বরে ইসলাম ধর্ম অবমাননার দায়ে বীনা মালিককে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছিলেন দেশটির একটি আদালত।

পাকিস্তানের বৃহত্তম টিভি নেটওয়ার্ক জিও টিভিতে সরাসরি সম্প্রচারিত প্রভাতী অনুষ্ঠানে বিতর্কিত অভিনেত্রী বীনা মালিক তার নতুন স্বামীকে নিয়ে সুফি গায়কদের সাথে একটি ধর্মীয় গানে নৃত্য পরিবেশন করেন।  

গানটি মহানবী (সা.)-এর কন্যা ফাতিমা (রা.)-এর বিয়ে নিয়ে রচিত।  

বীনা তার স্বামীকে পাশে নিয়ে বলেছেন, আমেরিকায় দুই বছর থাকাকালে জুনেইদ জামশেদ সাহেবের কথামতো প্রচুর সাহিত্য পড়েছি।  কিছুদিন আগে জীবনে বড় সঙ্কটে পড়েছিলাম।  

তিনি জানান, বড়রা সাবধান করে দিয়ে বলেন, এমন সময় সঠিক পথে থাকা খুবই কঠিন।  বাস্তবেও গত তিন বছরে আমি অনেকবারই বেপথে যেতে প্রলুব্ধ হয়েছিলাম।

বীনা জানান, ভাগ্য ভালো যে, মুফতি নঈম, মৌলানা তারিক জামিল, জুনেইদ জামসেদের মতো মানুষকে পেয়েছি, যারা আমাকে সঠিক পথ দেখাতে পারেন।
সূত্র : ডেইলি টাইমস
১০ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে