বিনোদন ডেস্ক : লোক মুখে চলতি কথা মুঘল আমল থেকে দিল্লিবাসীকে মিষ্টি খাওয়াচ্ছে ঘন্টেওয়ালা সুইটস। কিন্তু গত বছর বন্ধ হয়ে যায় দিল্লির ঐতিহ্যবাহী মিষ্টির এই দোকানটি। তবে আবার বোধ হয় খুলতে চলেছে ঘন্টেওয়ালা সুইটস। দিল্লিবাসীর স্মৃতি উসকে শাহরুখের নামে মামলা করল এই দোকানের মালিক সুশান্ত জৈন।
আসলে সদ্য মুক্তি প্রাপ্ত শাহরুখের ছবিতে ঘন্টেওয়ালা সুইটসের নাম দেয়া মিষ্টির বাক্স ব্যবহার করা হয়েছে। সুশান্ত জৈনের অভিযোগ এর জন্য তার কাছ থেকে কোনো অনুমতি নেননি ‘ফ্যান’ নির্মাতারা বলিউড কিং খান। সেকারণেই ‘ফ্যান’ ছবির নির্মাতাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তিনি।
মামলায় কি হতে চলেছে বলা মুশকিল। তবে অনেকেই বলছে মামলার নিষ্পত্তি জরিমানা হতে পারে। যা দিয়ে আবার দোকান খুলবে ঘন্টেওয়ালা সুইটস। কিন্তু সুশান্তের কি ইচ্ছে সেটা তিনিই ভাল করে বলতে পারবেন।
১০ মে, ২০১৬ এমটিনিউজ/জহির/মো:জই