বিনোদন ডেস্ক : অক্ষয়ের বাড়িতেই হৃত্বিক রোশন এবং কঙ্গনা রানাওয়াতের ঝগড়া! ট্যুইটার থেকে আদালত হয়ে কি এবার অক্ষয়ের বাড়িতে নিষ্পত্তি হবে এই ঝগড়ার। আরে না না! আসলে ব্যাপারটা হচ্ছে, কঙ্গনা-হৃত্বিক ইস্যুতে নতুন নতুন রসাল খবর সামনে নিয়ে আসাই এখন মিডিয়ায় উদ্দেশ্য। তাই সুযোগ পেলই বলিউডের অন্য নায়ক-নায়িকাদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে ঘটনাটা নিয়ে তাদের বক্তব্য।
সম্প্রতি ‘হাউজফুল ৩’ ছবির নতুন গান মুক্তির অনুষ্ঠান ছিল। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। কিন্তু ছবিটাকে বেমালুম তুড়ি মেরে উড়িয়ে সাংবাদিকরা ছেঁকে ধরলেন অক্ষয়কে। জানতে চাইলেন, ঘটনাটায় তার কী অভিমত! মজার ছলেই নায়ক বলেন, 'ঝামেলাটা ঠিক বলিউডে চলছে না। চলছে আমার বাড়িতে'! না যেটা ভাবছেন সেটা নয়। আসলে তিনি আর হৃত্বিক রোশন তো থাকেন একই অ্যাপার্টমেন্টে!
প্রথমটা হালকা চালে কথা বললেও পরে বেশ শক্ত গলায় মিডিয়াকে বলেন, 'এবার ঘটনাটা নিয়ে কথা বলা বন্ধ করা উচিত! যে যেরকম ভাবে পারছে, নিজের মতো করে সবাই মজা নিচ্ছে'।
১০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই