বিনোদন ডেস্ক : 'মাহির সাথে আমার তখন গভীর প্রেম । মাহি একদিন জিজ্ঞাস করল, যদি তোমার মা বলে, আমার সাথে সম্পর্ক না রাখতে, তুমি কি করবে ? আমি বলেছিলাম, মা যদি বলে তোমাকে ছেড়ে দিতে, আমি উনাকে দ্বিতীয় কোন কোথা জিজ্ঞাস করবো না, সোজা তোমার সাথে সম্পর্ক ব্রেক করে দিব, কিন্তু তুমি এইটুকু নিশ্চিত থাক, উনি কোন দিন আমাকে এই কথা বলবে না । আর এখন বলেও নি ।'
কথাগুলো বাংলাদেশের বিতর্কিত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজের। এর আগেও আজিজের সঙ্গে নায়িকা মাহিয়া মাহির প্রেম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়। তখন মাহি এবং আজিজ কেউ এ বিষয়ে মুখ খোলেননি।
তবে গত ৮ মে মা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দেন বিতর্কিত জাজের কর্ণধার। মাকে নিয়ে দেয়া স্ট্যাটাসেই মাহির সঙ্গে প্রেমের বিষয়টি প্রকাশ করেন।
জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই চলচ্চিত্রাঙ্গনে আসেন মাহি। তবে ব্যক্তিগত ঝামেলার কারণে জাজের কোনো ছবিতেই আর দেখা যায় না মাহিকে। সর্বশেষ আগ্নি ২ সিনেমায় অভিনয় করেছিলেন মাহি।
পরে নুসরাত ফারিয়াসহ ভারতের নায়িকাদের দিকে নজর দেয় জাজ। তবে তেমন কোনো ব্যবসাসফল সিনেমা উপহার দিতে পারেনি বিতর্কিত এ প্রতিষ্ঠানটি।
এদিকে যৌথ প্রযোজনার নামে যেসব ছবি তারা নির্মাণ করছে সেগুলোয় আইন বহির্ভূতভাবে নিজেদের প্রতিষ্ঠান ‘জাজ মাল্টিমিডিয়া’র নাম ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নি টু’, ‘আশিকী’, ‘অঙ্গার’- এ তিনটি ছবির ক্ষেত্রেই তাদের আইন না মানার প্রবণতা লক্ষ্য করা গেছে। এ তিনটি ছবি যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।
ছবিগুলোর মুক্তির আগে এবং পরে প্রচারণায় প্রযোজক হিসেবে জাজের নাম ব্যবহার করা হয়েছে। প্রচারের সবগুলো মাধ্যম অর্থাৎ প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেইজ, ইউটিউব, স্যাটেলাইট, বিলবোর্ড এবং পোস্টার প্রচারণায় সর্বত্রই প্রযোজনায় ছিল জাজের নাম। অথচ ছবির অফিসিয়াল কাগজপত্রে এসব ছবির কোনোটিরই প্রযোজক জাজ মাল্টিমিডিয়া নয়। -যুগান্তর
১১ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস