বুধবার, ১১ মে, ২০১৬, ০৬:৩৩:২১

পাঁচ বছর পর আজহারকে ফোন করলেন সঙ্গীতা!

পাঁচ বছর পর আজহারকে ফোন করলেন সঙ্গীতা!

বিনোদন ডেস্ক : দু’জনের মধ্য বিচ্ছেদ হয়ে গেছে দীর্ঘ পাঁচ বছর।  তারপর আজহারউদ্দিনকে ফোন করলেন সঙ্গীতা বিজলানি। ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের জীবন নিয়ে করে তৈরি হয়েছে ইমরান হাশমি অভিনীত ছবি ‘আজহার’।  আজহার-সঙ্গীতার ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের কিছু অংশ থাকছে এই ছবিতে। আজহারের প্রথম স্ত্রীর সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্কের ছবিও ধরা দেবে ইমরান অভিনীত ‘আজহার’ সিনেমাটিতে।

যেখানে দেখা যাবে কী করে আজহার তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে সেই সময়কার বিখ্যাত মডেল এবং অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন। ছবিতে আজহারের জীবনের এই বিতর্কিত দিকটিও থাকছে, এই কথা জানতে পেয়ে বেশ চিন্তায় আছেন সঙ্গীতা। তিনি মনে করছেন পরিচালক অমল মল্লিকের ‘আজহার’ ছবিতে সঙ্গীতাকে ক্রিকেটারের ঘর ভাঙার জন্য দায়ী দেখানো হয়েছে।

সেই জন্য বিচ্ছেদ হওয়ার পাঁচ বছর পর নিজে থেকেই এই ছবি নিয়ে আজহারের সঙ্গে কথা বলেন সঙ্গীতা। এই ছবি নিয়ে বেশ কিছু আপত্তি রয়েছে সঙ্গীতার। আপকামিং ‘আজহার’ ছবিতে বিতর্কিত ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমি। আর সঙ্গীতার চরিত্রে আছেন নার্গিস ফকরি। এখন দেখার এই ছবি নিয়ে কত দূর জল গড়ায়।  

১১ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে