বুধবার, ১১ মে, ২০১৬, ০৮:৫০:২৭

আমরা নিশ্চিত, শ্রাবন্তী সম্পর্কে এ তথ্যগুলো আপনার জানা নেই

আমরা নিশ্চিত, শ্রাবন্তী সম্পর্কে এ তথ্যগুলো আপনার জানা নেই

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চক্রবর্তী। তিনি শুধু কলকাতাতেই জনপ্রিয় নন, বাংলাদেশেও রয়েছে তার দারুণ দর্শকপ্রিয়তা। সম্প্রতি তিনি যৌথ প্রযোজনার ছবি ‌‘শিকারি’তে অভিনয় করছেন ঢাকাই কিং শাকিব খানের বিপরীতে। এছাড়াও গুঞ্জন রয়েছে একই নায়কের বিপরীতে বাংলাদেশের একক প্রযোজনার ছবি ‘বসগিরি’তেও তাকে দেখা যাবে।

১৯৮৭ সালের ১৩ আগস্টে জন্ম নেন শ্রাবন্তী। ৫ ফুট ৪ইঞ্চি উচ্চতার অধিকারী এই নায়িকা মুহূর্তেই যে কারো নজর কাড়তে সক্ষম হন। ১৯৯৭ সালে নির্মাতা স্বপন সাহার ‘মায়ের বাঁধন’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে। এ ছবিতে হেভিওয়েট নায়ক-নায়িকা ছিলেন প্রসেনজিৎ, শতাব্দী রায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছবিতে শিশু চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

২০০৩ সালে শ্রাবন্তী জনপ্রিয় নায়ক জিৎ-এর বিপরীতে ‘চ্যাম্পিয়ন’ ছবিতে অভিনয় করে দারুণ আলোচনায় আসেন। রবি কিনাগি-র এই ছবিটি ‘জো জিতা ওহি সিকান্দর’-এর বাংলা সংস্করণ। ছবিটি কলকাতায় দারুণ ব্যবসা করে। ওই বছর হিট ছবি এটি।

তিনি ২০০৩ সালেই বিয়ে করেন নির্মাতা রাজীব বিশ্বাসকে। তবে সেসময় রাজীব ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আর শ্রাবন্তীর বয়স তখন নবে মাত্র ১৫। বিয়ের পরেই সিনেমার জগৎ থেকে সরে আসেন শ্রাবন্তী। পাঁচ বছর পরে ফেরেন রবি কিনাগীর ‘ভালবাসা ভালবাসা’ ছবিতে।

শ্রাবন্তী এবং রাজীবের ডিভোর্স নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রচুর কানাঘুষো শোনা যায়। অনেকে বলেন, দেব-এর সঙ্গে শ্রাবন্তীর বন্ধুত্ব নিয়েই নাকি দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। যদিও রাজীবও নাকি বিবাহ-বহির্ভূত সম্পর্কে ছিলেন বলে অভিযোগ ওঠে।

শ্রাবন্তীর ডিভোর্সের পরেই ব্যবসায়ী বিক্রম শর্মার সঙ্গে তার সম্পর্কের কথা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে শ্রাবন্তী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিক্রমের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বের এবং তাকে বিয়ে করা নিয়ে তিনি কিছু ভাবছেন না।

শ্রাবন্তীকে অনেকেই সেলফি কুইন বলে থাকেন। মুহুর্মুহু সেলফি তোলেন এবং আপলোড করেন সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। তাছাড়া তিনি প্রায় প্রতি ৪৮ ঘণ্টায় হোয়াটসঅ্যাপে ডিপি পরিবর্তন করেন।

চলতি বছরে শ্রাবন্তী অভিনীত দু’টি ছবি মুক্তি পেতে পারে। এরমধ্যে ‘নবজীবন বিমা কোম্পানি’ এবং ‘শিকারি’। এরমধ্যে ‘নবজীবন বিমা কোম্পানি’ কলকাতার নিজস্ব ছবি, এতে তার নায়ক হিসেবে আছেন সোহম চক্রবর্তী, অপর ছবিটি হচ্ছে বাংলাদেশের জাজ মাল্টি মিডিয়া ও কলকাতার এসকে মুভিজ-এর যৌথ প্রযোজিত ‘শিকারি’। এতে তার বিপরীতে নায়ক হিসেবে আছেন ঢাকাই সিনেমার কিংখ্যাত শাকিব খান।

শ্রাবন্তী ও রাজীবের সংসারে একজন ছেলে রয়েছে। তার নাম ঝিনুক। তবে এই ঝিনুকই হচ্ছে শ্রাবন্তীর জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। রাজীবের সাথে তার ডিভোর্স হওয়ার পর থেকে ঝিনুক তার সাথেই থাকে।
১১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে