বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান। এবার সে তকমা ভেঙে তিনি হয়েছেন সুলতান। আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘সুলতান’ ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করছেন সালমান খান। এর ফলশ্রুতিতে তার নামের আগে বসেছে সুলতান তকমাটি।
এদিকে শোনা যাচ্ছে এবার বলিউড বাদশা শাহরুখ খানও নাকি সুলতান হতে যাচ্ছেন! তবে সেটা আলি আব্বাস জাফরের কোন ছবিতে নয়, সুলতান চরিত্রে শাহরুখ খানকে দেখা যেতে পারে সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ছবিতে।
সঞ্জয় লীলা বানশালি পরিচালিত সর্বশেষ দুইটি ছবি ছিল ইতিহাসভিত্তিক। এর একটি ‘রামলীলা’ ও অন্যটি ‘বাজিরাও মাস্তানি’। দুইটিতেই কাজ করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণ। আর এবার শোনা যাচ্ছে, পরবর্তী ছবিতেও তাদের রাখতে চাচ্ছেন বানশালি।
প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে ‘পদ্মাবতী’। শোনা যাচ্ছে, পরিচালক শাহরুখ খানকে নিয়ে একটি ছবি করতে চাচ্ছেন। গত কয়েক মাস ধরে এও শোনা যাচ্ছিল যে, শাহরুখ খান ও রণবীর সিং একসঙ্গে বানশালির ছবিতে কাজ করবেন।
‘পদ্মাবতী’ ছবিতে দুইটি প্রধান পুরুষ চরিত্র রয়েছে- রাজা রতনসেন ও সুলতান আলাউদ্দিন খিলজি। আর এক্ষেত্রে শাহরুখ ও রণবীর যে কাজ করতে পারেন সেটি মনে হতেই পারে। তবে ভেতরের খবর, বানশালি দুইটি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। একটিতে শাহরুখ ও অন্যটিতে রণবীর অভিনয় করবেন। তারা এক ছবিতে কাজ করবেন না।
১১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন