বিনোদন ডেস্ক : অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল বলিউডে এন্ট্রি নিচ্ছেন শ্রীদেবী কন্যা জাহ্ণভী। যদিও এমন খবরকে গুজব বলেই উড়িঢে দিয়েছিলেন শ্রীদেবী। তবে সম্প্রতি দেখো মিলেছে মেয়েকে নিয়ে খোদ শ্রদেবীই শুটিংয়ে অংশ নিয়েছেন।
জানা গেছে, শ্রীদেবীর স্বামী নির্মাতা বনি কাপুরের আগামী ছবি ‘মম’-এ দেখা যাবে মা শ্রীদেবী ও কন্যা জাহ্ণভীকে। সৎ মা ও মেয়ের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এ ছবিটি। তাদের মধ্যের ওঠাপড়া, সম্পর্কের টানা-পোড়েন নিয়েই এগিয়ে যাবে এই গল্প।
দিল্লিতে শুরু হয়েছিল এই ছবির শুটিং। আর এই মুহূর্তে ‘মম’-এর শুটিং উপলক্ষে সপরিবারে আমেরিকায় রয়েছেন কাপুর পরিবার। ছবিতে রয়েছে আরও এক চমক। এই ছবিতেই বলি-ডেবিউট হতে চলেছে পাক-অভিনেত্রী সজল আলির।
পাকিস্তানের বিনোদন দুনিয়ায় যথেষ্ট পরিচিত মুখ ২২ বছরের সজল। ছবির শুটিংয়ের ফাঁকেই ‘মম’-এর টিম করলেন দেদার মস্তি। আর সেই ছবিও আপলোড করলেন সোশ্যাল মিডিয়ায়। রবি উদায়ার পরিচালিত এই ছবিতে শ্রীদেবীর সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে।
১১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন