বুধবার, ১১ মে, ২০১৬, ০৬:১৩:৩৭

কতো ছিলো বলিউড তারকাদের প্রথম পারিশ্রমিক?

কতো ছিলো বলিউড তারকাদের প্রথম পারিশ্রমিক?

বিনোদন ডেস্ক : আজ বলিউডের প্রায় সব তারকাই কোটিপতি। অঢেল অর্থবৃত্তের মালিক। ছবি প্রতিও তারা নিচ্ছেন অঢেল টাকা। ১০ কোটি থেকে শুরু করে ৫০ এমনকি ৬০ কোটি টাকাও পারিশ্রমিক নিচ্ছেন কেউ কেউ। কিন্তু এই তারকারা তাদের প্রথম জীবনে কত টাকা পারিশ্রমিক পেতেন?

অমিতাভ বচ্চন : বর্তমানে তিনি বলিউডের শাহেন শাহ। আজকের এই শাহেন শাহ সত্তরের দশকে কলকাতায় এসে জীবন শুরু করেন। কয়েক বছর এখানে তিনি চাকুরিও করেন। এ সময় তিনি প্রথম মাসিক ৫০০ টাকা বেতনে কাজ শুরু করেন।

শাহরুখ খান : বর্তমানে বলিউড বাদশা বলা হয় তাকে। বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের অন্যতম শাহরুখ খান। প্রথম জীবনে একটি কনসার্টে অ্যাটেনড্যান্ট হিসেবে কাজ করেন। এতে তিনি ৫০ টাকা রোজগার করেন। আর এটাই ছিল তার প্রথম রোজগার।

প্রিয়াঙ্কা চোপড়া : সম্ভবত তা মডেলিংয়েরই কোনো অ্যাসাইনমেন্টের কাজ করে প্রিয়াঙ্কা ৫ হাজার টাকা রোজগার করেন। সেটাই তার জীবনের প্রথম রোজগার। প্রিয়াঙ্কা এ টাকা তার মাকে দিয়ে দেন। সেই টাকা নাকি এখনও অক্ষত রয়েছে।

সোনম কাপুর : ধনী পরিবারে জন্ম হলেও সাদামাটাভাবেই জীবনযাপন করেছেন সোনম। এক পরিচালকের অধীনে সহকারী পরিচালক হিসেবে কাজ করে ৩ হাজার টাকা প্রথম রোজগার করেন তিনি। সেই টাকা বাঁচাতে মুম্বাইয়ের লোকাল ট্রেনেও চড়েছেন এ অভিনেত্রী।

ধর্মেন্দ্র : দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমায় অভিনয় করে জীবনের প্রথম তিনি ৫১ টাকা রোজগার করেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র।

ইমরান হাশমি : ছোটবেলায় গুডনাইটের বিজ্ঞাপন করে ২ হাজার ৫ শত টাকা রোজগার করেন ইমরান হাশমি। এটাই তার প্রথম রোজগার।

হৃত্বিক রোশান : বলিউড সুপার হিরো হৃত্বিক রোশানের প্রথম রোজগার ছিল মাত্র ১০০ টাকা।

অক্ষয় কুমার : প্রথমজীবনে ওয়েটারের কাজ করতেন অক্ষয় কুমার। তার জীবনের প্রথম রোজগার ছিল ১৫০০ টাকা।
১১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে