বুধবার, ১১ মে, ২০১৬, ০৬:৩৭:৩০

অমিতাভ না শাহরুখ, সব থেকে দামী বাড়িটি কার?

অমিতাভ না শাহরুখ, সব থেকে দামী বাড়িটি কার?

বিনোদন ডেস্ক : বলিউড শাহেন শাহ অমিতাব বচ্চন নাকি বলিউড বাদশা শাহরুখ খান? এই দুই তারকার মধ্যে সব থেকে দামী বাড়িটি কার? এমন তর্ক যদিজুড়ে দেয়া হয়, তবে অনেকেই মনে মনে ভাববেন অমিতাভ বচ্চনের বাড়িটিই বোধ হয় সব থেকে দামী। কেন না, তিনি বহু পুরনো এবং শাহেন শাহ বলে কথা।

আসলে কি তাই? বাদশা কি কোন অংশে কম যান? না। বাদশা সাম্প্রতিক সময়ে বিশ্বের সব থেকে ধনী তারকাদের মধ্যে অন্যতম একজন তারকা। তার সব কিছুতেই রয়েছে বাদশায়ী একটা ভাব। সে ক্ষেত্রে তার বাড়িটিও হবে বাদশায়ী এতে কি আর ভুল আছে? তাহলে আসুন জেনে নিই অমিতাভ আর শাহরুখের মধ্যে কার বাড়িটি কত দামী?

অমিতাভ বচ্চন : বলিউডের শাহেনশাহ তিনি। জীবন-সূর্য অস্তাচলগামী হলেও এখনো জনপ্রিয়তার শীর্ষে এই তারকা। পারিশ্রমিকের অঙ্কেও উঠতি নায়কদের সঙ্গে এখনো কম যান না তিনি। সুতরাং তিনি যে সাধারণ বাড়িতে থাকবেন না সেটাই স্বভাবিক। খোদ মুম্বাই শহরে অমিতাভ বচ্চনের রয়েছে পাঁচটি বাড়ি। তবে পাঁচটি বাড়ি থাকলেও সেই পাঁচটি বাড়িতে কিন্তু থাকেন না তিনি। সপরিবারে অমিতাভ বচ্চন থাকেন 'জলসা'তে। এ বাড়িটির বর্তমান মূল্য ১১২ কোটি রুপি।

শাহরুখ খান : আগেই বলেছিলাম বলিউডের বাদশা বলে কথা! বাদশাহি জীবনযাপন তো তাকেই মানায়। সোজা কথায় বলতে গেলে রাজা-বাদশাহদের মতো থাকতে ভালোবাসেন বলিউডের এই তারকা। ভারতের অন্যতম বাণিজ্যনগরীতে অবস্থিত তার বাড়ি 'মন্নত'। মুম্বাই শহরের বান্দ্রায় অবস্থিত তার এই বাড়িটি। যে বাড়িটি এরই মধ্যে পেয়ে গেছে 'হেরিটেজ' তকমা। যার মানে কেউ কোনোদিনই এই বাড়িটির ক্ষতি করতে পারবে না। বাড়িটির প্রতিটি অংশই ঐতিহ্যের দাবিদার। আর সূত্রে জানা যায়, এই বাড়িটির দাম ২০০ কোটি রুপিরও ওপরে।
১১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে