বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক রক্তচন্দন কাঠ পাচারের মাফিয়া মারকোন্দান লক্ষণ ওরফে তামাঙের সহযোগী সন্দেহে সাবেক বাঙালি মডেলকে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশের চিত্তর পুলিশ৷ গ্রেফতারকৃতের নাম সঙ্গীতা চট্টোপাধ্যায়৷ তামাঙের সাবেক বান্ধবী সঙ্গীতা গোপন তথ্যের হদিস দেবে বলেই মনে করা হচ্ছে৷ গ্রেফতারের পরই ট্রানজিট পরোয়ানার জন্য সঙ্গীতাকে আদালতে নিয়ে যাওয়া হয়৷ তবে আদালত সঙ্গীতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে৷ সেইসঙ্গে আগামী ১৮ মে চিত্তর আদালতে তাকে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে৷
কোনো এক সময় লাস্যময়ী বিমানসেবিকা ও সাবেক মডেল সঙ্গীতা চট্টোপাধ্যায় তামাঙের নেটওয়ার্ক দেখাশোনা করত৷ নতুন খদ্দেরদের সঙ্গে পরিচয় করিয়ে দিত৷ এমনই জানিয়েছে চিত্তর পুলিশ৷ তদন্তে উঠে এসেছে, রক্তচন্দন পাচারের কারবার মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু ও কলকাতায় ছড়িয়ে পড়েছিল সঙ্গীতার মদতেই৷ শুধু দেশেই নয় মায়ানমারেও নেটওয়ার্ক তৈরি করেছিল সঙ্গীতা৷
২০১৪ সালে রক্তচন্দন পাচারকারী মাফিয়া মারকোন্দান লক্ষণ ওরফে তামাঙকে নেপাল থেকে গ্রেফতার করা হয়৷ তারপরেই বাঙালি মডেল সঙ্গীতার বিষয়ে তথ্য পায় চিত্তর পুলিশ৷ জেরায় তামাং জানায় সঙ্গীতার মাধ্যমে রক্তচন্দন কাঠ পাচারের নেটওয়ার্ক তৈরির কথা৷
চিত্তের পুলিশ সুপার শি শ্রীনিবাস জানিয়েছেন যে, তামাং মণিপুর থেকে পালিয়ে এসে চেন্নাইতে ঘাঁটি তৈরি করেছিল৷ অন্ধ্রপ্রদেশের চিত্তর, কুরনুল ও কাদাপা জেলার অরণ্য থেকে রক্তচন্দন দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় পাচার করত৷ সুন্দর হাসির ছলনায় কলকাতা থেকে এজেন্ট হিসেবে তা দেখাশোনা করত সঙ্গীতা৷
১১ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই