বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০১:১০:২৫

বলিউডের সবচেয়ে ধনী ১০ অভিনেত্রী!

বলিউডের সবচেয়ে ধনী ১০ অভিনেত্রী!

বিনোদন ডেস্ক : বলিউড রঙিন দুনিয়া। সেই দুনিয়ার স্বপ্নরাণীদের মধ্য এমনই ১০ জন যারা সম্পদের তালিকায় প্রথম সারির দিকে রয়েছেন। তেমনি ১০ অভিনেত্রী নাম ও সম্পদের পরিমান নিচে জানানো হলো।

ঐশ্বরিয়া রাই: বলিউডে এই অভিনেত্রী রয়েছে সেরার ১ম তালিকায়। তার সম্পদের পরিমান মোট ২৩৮ কোটি টাকা।

আমিশা পটেল: তালিকায় ২য় অবস্থানে রয়েছেন আমিশা। এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী ২০৪ কোটি টাকার মালকিন।

অমৃতা সিং: বলিউড ও দক্ষিণে সিনেমার পরিচিত মুখ অমৃতা। তার মোট সম্পত্তি ১৩৬ কোটি টাকার।

কাজল: তালিকার ৪র্থ স্থানে রয়েছেন কাজল। ১০৮ কোটি ৮০ লক্ষ টাকার মালকিন।

ইলিয়ানা ডি ক্রুজ: দক্ষিণে সিনেমার মাধ্যমে পরিচিত হলেও তিনি এখন বলিউডের পরিচিত মুখ। ৯৫ কোটি ২০ লক্ষ টাকার মালকিন ইলিয়ানা।

কারিশ্মা কাপূর: অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও এখন পরিচিত কারিশ্মা। তিনি ৮১ কোটি ৬০ লক্ষ টাকার মালকিন।

মল্লিকা শেরওয়াত: বলিউড দিয়ে যাত্রা শুরু করা এই অভিনেত্রী হলিউডেও সিনেমা করে ফেলেছেন। তার মোট সম্পতির মূল্য ৬৮ কোটি টাকা।

প্রীতি জিনতা: অভিনয়ের পাশাপাশি আইপিএলে একটি দলের মালিক তিনি। প্রীতির মোট সম্পতির মূল্য ৬৮ কোটি টাকা।

প্রিয়াঙ্কা চোপড়া : বলিউড ও হলিউড সমান ভাবে কাঁপানো প্রিয়াঙ্কার মোট সম্পতির মূল্য ৫৪ কোটি ৪০ লক্ষ টাকা।

১২ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে