বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৩:০৯:২২

কোহলিকে নিয়ে মনের গোপন ইচ্ছা জানালেন প্রাচী দেশাই

কোহলিকে  নিয়ে মনের গোপন ইচ্ছা জানালেন প্রাচী দেশাই

বিনোদন ডেস্ক : আহা, ভাল লাগলেই বলতে হবে?‌ তাও আবার প্রকাশ্যে!‌ কিন্তু যুগের হাওয়া যা, তাতে ‘‌খুল্লামখুল্লা’ হওয়াটাই ট্রেন্ড। সেই ট্রেন্ড থেকে তিনিই বা দূরে থাকেন কী করে?‌ ‘‌আজহার’‌ ছবির প্রমোশনে গিয়ে মনের গোপন কথাটি ফাঁস করে দিলেন প্রাচী দেশাই।

বলিউডের এই উঠতি নায়িকা কী বলেছেন?‌ ফাঁস করলেনই বা কী?‌ আরে বাবা, কোহলির প্রেমে পড়েছেন তিনি!‌ জানিয়েছেন, ‘‌বিরাটের সঙ্গে ডেটে যেতে চাই।’‌ সে কী!‌ বিরাটের মত না নিয়েই মনের কথা এভাবে জানিয়ে দেওয়া!‌ বিরাট যদি রাজি না হন?‌

এমনিতেই অনুষ্কা শর্মার সঙ্গে ব্রেক-‌আপের পর প্যাচ-‌আপ করার চেষ্টা করছেন তিনি। এখনও বরফ গলেনি। তার আগে প্রাচীর এই ইচ্ছে, না জানি ফের সমস্যা তৈরি করে। বিরাট অবশ্য কোনও মন্তব্য করেননি। ‌

১২ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে