বিনোদন ডেস্ক : ১৫ বছর বয়সে প্রেম করেই শ্রাবন্তী বিয়ে করেছিলেন নির্মাতা রাজীবকে। তার সে বিয়েটি টিকেনি। ভেঙে গেছে অনেকদিন হয়। এরপর আর কারো সাথেই সম্পর্কে জড়াননি। তাই বলে জীবন থেমে থাকে? না, কারো জীবনই কখনো থেমে থাকে না। শ্রাবন্তীর জীবনও থেমে নেই। তাই তো তিনি নতুন করে আবার জীবন শুরু করতে যাচ্ছেন।
সামনের মাসেই শ্রাবন্তীর এনগেজমেন্ট। এ নিয়ে এখন চলছে জোড় প্রস্তুতি। নানা আয়েজন চলছে। চলছে আলোচনাও। আবার তার ভক্ত অনুরাগিদের মাঝে আগ্রহ দেখা দিয়েছে, এনগেজমেন্ট পার্টিতে কি পরবেন শ্রাবন্তী?
যখন এমন প্রশ্ন উঠেছে, তখন শ্রাবন্তী জানিয়েছেন, এনগেজমেন্ট পার্টিতে তিনি ট্র্যাডিশনাল পোশাক পরবেন। কিন্তু সেই সঙ্গে ডিজাইনার পোশাকও চাই। তাই ইতিমধ্যেই রোহিত বালের ডিজাইন করা একটি অনারকলি পছন্দ করে রেখেছেন তিনি।
এদিকে শ্রাবন্তীর হবু বর কৃষ্ণ মুম্বাইয়ের একজন মডেল। তার সঙ্গে শ্রাবন্তীর আলাপ অনেক আগের থেকেই। এরপর দু’জন দু’জনার সাথে মন বিনিময় করেন। তবে ভক্তদের কৌতুহল, তাদের মধ্যে কে প্রথম প্রপোজ করেন? এমন প্রশ্নের সঠিক উত্তর জানা না গেলেও জানা গিয়েছে একটি চমৎকার সোনার আংটি দিয়েই শ্রাবন্তীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কৃষ্ণ।
১২ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন