বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ১২:০২:২৮

প্রিয়াঙ্কা নাকি দীপিকা, কে হচ্ছেন জেমস বন্ডের নায়িকা?

প্রিয়াঙ্কা নাকি দীপিকা, কে হচ্ছেন জেমস বন্ডের নায়িকা?

বিনোদন ডেস্ক : বিশ্বব্যাপি আলোচিত জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবির প্রস্তুতি শুরু হয়েছে। আর এই সিরিজির নতুন ছবিতে বন্ডের নায়িকা হিসেব নাকি বলিউডের প্রেয়াঙ্কা অথবা দীপিকা পাডুকোনকে দেখা যেতে পারে।

সম্প্রতি একটি প্রতিবেদনে জানা যায়, জেমস বন্ড সিরিজের পরবর্তী কিস্তিতে অভিনয়ের জন্য অডিশন দিয়েছেন তারা। সবকিছু ঠিক থাকলে পরবর্তী বন্ড ছবিতে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা অথবা দীপিকাকে।

দীপিকা এখন ব্যস্ত ট্রিপল এক্স : দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ-এর দৃশ্যধারণ নিয়ে। এরপর তার হাতে কোনো হলিউড প্রজেক্ট নেই। তবে টম ক্রুজের বিপরীতে দ্য মামি ছবিতে অভিনয়ের জন্যও অডিশন দিয়েছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া এখন ব্যস্ত বেওয়াচ-এর কাজ নিয়ে। পাশাপাশি কোয়ান্টিকো টিভি সিরিজের কাজও করছেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী।

জেমস বন্ড সিরিজের সর্বশেষ ছবি স্পেকট্রা মুক্তি পায় ২০১৫ সালে। এতে জেমস বন্ডের ভূমিকায়  দেখা গিয়েছিল ড্যানিয়েল ক্রেগকে। পাশাপাশি বন্ড গার্লের ভূমিকায় ছিলেন লিয়া সেদু এবং মনিকা বেলুচ্চি।
১২ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে