বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে। বুধবার রাতে নিজের ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন আসিফ। আসিফ রুদ্র খুলনা মিলিটারী কলেজিয়েট স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
ছেলের ফলাফল প্রসঙ্গে আসিফ বলেন, ‘সাফায়াত আসিফ (রুদ্র) এবারের এস এস সি পরিক্ষায় GPA-5 পেয়েছে। রুদসহ এবারের পরিক্ষায় সফল হওয়া সবাইকে জানাই অভিনন্দন, সবার জন্য রইলো শুভ কামনা। যারা সফল হতে পারেনি তাদের জন্যও শুভ কামনা, ইনশাআল্লাহ্ তারা আগামীতে সফল হবে।’
এদিকে আসিফের বড় ছেলে সাফকাত আসিফ আকবর রণ এবার এইচএসসি পরীক্ষার্থী।
১২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম