বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৪:০৭:২৮

সালমান-লুলিয়ার চারহাত এক হতে কতক্ষণ?

সালমান-লুলিয়ার চারহাত এক হতে কতক্ষণ?

বিনোদন ডেস্ক : সর্বশেষ খবর হচ্ছে, এ বছরই বিয়ে করতে যাচ্ছেন সালমান খান। এমনটাই এখন পাকা। আর পাত্রী বহু আলোচিত তার রোমানিয়ার প্রেমিকা লুলিয়া ভান্তুর। তবে এখনও সালমান এ বিষয়ে কিছুই বলছেন না। তিনি বিয়ে নিয়ে একদমই চুপ।

এদিকে সম্প্রতি কিছু ছবি ভাইরাল হওয়ার পর সর্বমহলে চলছে নানা জল্লপনা। ধারণা করা হচ্ছে লুলিয়াকে সালমান গোপনেই বিয়ে করে ফেলেছেন। এরপরও কি সলমন খান বলবেন তিনি ‘সিঙ্গল’। মুাম্বই বিমানবন্দরে ধরা পড়া কয়েকটি ছবি অবশ্য সালমানের দাবির স্বপক্ষে যাচ্ছে না।

রোমানিয়ার অভিনেত্রী-মডেল লুলিয়া ভান্তুরের সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিলই। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে সালমানের মা সালমা খানের সঙ্গে দেখা গিয়েছে লুলিয়াকে। সালমার হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই ছবি অনলাইনে ভাইরাল হতে খুব একটা সময় নেয়নি।

আর তার পর থেকেই সালমানের সঙ্গে লুলিয়ার সম্পর্ক নিয়ে জল্পনা আরও বেড়েছে। যদিও এই ছবি নিয়ে সালমান অথবা লুলিয়া কেউই মুখ খোলেননি। তাহলে আনুষ্ঠানিক ঘোষণা কি শুধু সময়ের অপেক্ষা? সত্যিই কি লুলিয়ার সঙ্গে সালমানের চারহাত এক হতে চলেছে? অপেক্ষায় সালমান-ফ্যানরা।
১২ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে