বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৪:৫৮:২৪

দল হারায় রেগে আগুন প্রীতি, কোচকে তেড়ে গিয়ে প্রকাশ্যেই করলেন গালিগালাজ!

দল হারায় রেগে আগুন প্রীতি, কোচকে তেড়ে গিয়ে প্রকাশ্যেই করলেন গালিগালাজ!

বিনোদন ডেস্ক : বলিউপ অভিনেত্রী প্রীতি জিনতা। সম্প্রতি তিনি বিয়ে করেছেন আমেরিকান যুবককে। বিয়ের পর সেখানেই থাকার কথা থাকলেও আইপিএল-এর কারণে সেদেশ থেকে ভারতে উড়ে আসেন তিনি বরসহ। তিনি কিংস ইলেভেন পাঞ্জাকের মালিক।

এবারের আইপিএল আসরে তার দল সব থেকে বাজে খেলছেন। একের পর এক ম্যাচ হেরেই চলেছে প্রীতির দল। তবে এর আগের আসরে দল হারলেও কখনোই মেজাজ হারাননি তিনি। দল খারাপ করলেও এই অভিনেত্রী কখনোই হাসেননি। তবে সেই প্রীতি এবার দল খারাপ করায় দারুণ ভাবেই মেজাজ হারালেন।

কিংস ইলেভেন পঞ্জাব দলের একের পর এক হারের ধাক্কায় প্রীতির মেজাজ একেবারেই সপ্তম আকাশে। আর মেজাজ হারিয়ে তিনি তার দলের কোচ সঞ্জয় বাঙ্গারকে সবার সামনেই নাকি গালিগালাজও করেছেন। এই খবরের পরই প্রীতিকে নিয়ে বলা হচ্ছে 'দিজ ইজ নট প্রীতি গুডএনাফ'। বিয়ের পর আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব দলের অধিনায়ক প্রীতি জিন্তার পদবি এখন গুডএনাফ। এই ঘটনায় প্রীতিকে নিয়ে নানা জোকসও আছে।

গত সোমবার মোহালিতে আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে এক রানে হেরে যায় প্রীতির পঞ্জাব। এক দৈনিকের খবর অনুযায়ী ম্যাচ শেষে নাকি প্রীতি ডাগআউটে কার্যত তেড়ে যান কোচ বাঙ্গারের দিকে। এরপর নাকি দলের ব্যাটিং অর্ডারের প্রসঙ্গ তুলে বাঙ্গারকে সবার সামনে অপমান শুরু করেন। থতমত খেয়ে মাথা নিচু করে দেন বাঙ্গার। তার সামনে তখন দাঁড়িয়ে দলের অনেক জুনিয়র ক্রিকেটার। এমনকী বাঙ্গারকে দল থেকে তাড়িয়ে দেওয়ার হুমকিও দেন প্রীতি। দেশের হয়ে ১২টি টেস্ট, ১৫টি ওয়ানডে খেলা বাঙ্গারকে বিশেষভাবে শ্রদ্ধা করেন রাহানে, কোহলির মত ক্রিকেটাররা। সেখানে ক্রিকেটের বাইরের একজনের কাছে ক্রিকেট নিয়ে অনেক বকা খেতে হল বাঙ্গারকে।

সেই ম্যাচে দারুণ খেলেন অধিনায়ক মুরলি বিজয়। ম্যাচ শেষে প্রীতি টুইট করেছিলেন, খুব খারাপ লাগছে অধিনায়কের এত ভাল ইনিংসের পর আমাদের হারতে হয়েছে। খুব টানটান ম্যাচ, মনে হচ্ছিল হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমাদের দুর্ভাগ্য তাড়া করল আবারও।

২০১২ আইপিএলে একবার মেজাজ হারিয়েছিলেন প্রীতি। তবে সেটা নিজের দলের প্রতি নয়। সেটা ছিল মোহালিতে কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচে শন মার্শকে এলবি দেওয়ার সিদ্ধান্তে। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা সেবার প্রীতির আচরণের রিপোর্ট তলব করেছিলেন।

আইপিএল একমাত্র দিল্লি ডেয়ারডেভিলস ছাড়া কিংস ইলেভেন পঞ্জাবই হল একমাত্র দল যারা প্রতিটি আইপিএল খেললেও একবারও চ্যাম্পিয়ন হয়নি। ম্যাচ হারের বিষয়েও আইপিএলে রেকর্ড আছে প্রীতির দলের। প্রীতি নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন, এবার তাকে জিততে হবেই। কিন্তু ইতিমধ্যেই কিংস ইলেভেন পঞ্জাব আইপিএল থেকে কার্যত বিদায় নিয়েছে। খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক হিসেবে সরিয়ে দেওয়া হয়েছে ডেভিড মিলারকে। এক ম্যাচে বাদ পড়তে হয় গ্লেন ম্যাক্সওয়েলকেও।
১২ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে