বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৬:১৩:১৯

ভারতজুড়ে তোলপাড়, ‘জিয়া ধড়ক ধড়ক’ গানে নাচলেন ধর্মগুরু রবিশঙ্কর!

ভারতজুড়ে তোলপাড়, ‘জিয়া ধড়ক ধড়ক’ গানে নাচলেন ধর্মগুরু রবিশঙ্কর!

বিনোদন ডেস্ক : ভারতের প্রভাবশালী ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর। এই ধর্মগুরু কোন না কোন কারণে প্রায় থাকেন সংবাদ শিরোনামে। তবে বিতর্কিত কর্কাণ্ডের জন্যই তিনি সংবাদ শিরোনাম হয়ে থাকেন বেশিরভাগ সময়।

ভারতের আর্ট অফ লিভিং-এর প্রতিষ্ঠাতা ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর কখনও যমুনার তীরে বিশাল বড় করে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা, কখনও আইএস সম্পর্কে বিতর্কিত মন্তব্য। দিন কয়েক আগেই তিনি মালালা ইউসুফজাইকে নোবল শান্তি পুরস্কার দেওয়া নিয়ে বলেন মালালাকে এই পুরস্কার দেওয়া অর্থহীন।

এরপরই তাকে নিয়ে টুইটারে মন্তব্য করায় হুমকির মুখে পড়তে হয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও তার স্ত্রী টুইঙ্কল খান্নাকে। এরপরই আজ সামনে এল একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বলিউড গান ‘জিয়া ধড়ক ধড়ক’-এর তালে নাচছেন বিতর্কিত এই ধর্মগুরু। আবার এই ধর্মগুরুর সঙ্গে তাল মেলাতে দেখা গিয়েছে তার ভক্তদেরও।

উল্লেখ্য, দিন কয়েক আগেই শ্রী শ্রী রবিশঙ্করকে নিয়ে টুইট করে তোপের মুখে পড়েছিলেন অক্ষয় পত্নী টুইঙ্কল। আর্ট অফ লিভিং-এর ডিরেক্টর দর্শক হাতি টুইঙ্কলকে আক্রমণ করে পাল্টা টুইট করেন, মিসেস ফানি বোনস আপনার এই টুইটের জন্যে আমাদের প্রতিষ্ঠানের সমস্ত অনুগামীরা আপনার স্বামীর আসন্ন ছবি ‘হাউসফুল-থ্রি’ বয়কট করছে। নিজের করা টুইট মুছে দিয়ে পাল্টা উষ্মা প্রকাশ করেন টুইঙ্কলও।
১২ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে