বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৮:২৫:২৬

বাস্তব জীবনেও সুলতান সালমান খান!

বাস্তব জীবনেও সুলতান সালমান খান!

বিনোদন ডেস্ক : কুস্তির আখড়ায় তার সামনে কেউ দাঁড়াতে পারে না। তিনি হরিয়ানার শের সুলতান। কিন্তু কম যান না সিনেমার সুলতানের থেকে বাস্তব জীবনের সুলতানও। বাজরাঙ্গি রূপে আবারো ধরা দিলেন ‘সুলতান’-এর পার্টিতে।

শেষ হয়ে গিয়েছে সুলতান সিনেমার শুটিং। এখন কাজ চলছে এডিটিংয়ের। তাই শুটিং শেষ হওয়ার আনন্দে হোক কিংবা দুঃখেই হোক, সম্প্রতি এক পার্টির আয়োজন করেছিলেন পরিচালক আলি-আব্বাস। সেখানেই বাহুবলী রূপে সামনে এলেন সুলতানের নায়ক সালমান খান।

পেশীবহুল চেহারা, চোখমুখে হিংস্রতা কুস্তির আখড়ায় শের ভাইজান। গসিপের হিট লিস্টে এখন ‘সুলতান’। হরিয়ানার এক পালোয়ানের চরিত্রে এবার দেখা যাবে বলিউডের এই ব্যাচেলর খানকে। ‘সুলতান’ ছবির জন্য নিজের ওজনও বাড়াতে হয়েছে ভাইজানকে। তাই খাদ্য তালিকায় বাড়িয়ে দিয়েছেন ক্যালোরির পরিমাণ।

আলি আব্বস পরিচালিত এই ছবিতে সালমানের বিপরীতে রয়েছেন অানুশকা শর্মা। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির পোস্টার ও টিজার। যা দেখে অপেক্ষার তর সইছেনা সালমান ভক্তদের।
১০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে