বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৯:২২:৪৮

‘প্রীতি জিন্তা কোনো অপমান করেনি’

‘প্রীতি জিন্তা কোনো অপমান করেনি’

বিনোদন ডেস্ক : বেঙ্গালুরুর বিরুদ্ধে এক রানে ম্যাচ হার। লিগ তালিকার সবার শেষে জায়গা। স্বাভাবিক ভাবেই মালিকদের রক্ত চক্ষুর সামনে পড়তেই হবে। তেমনটাই হয়তো হয়েছে। শোনা যাচ্ছিল কিংস একাদশ পঞ্জাবের কো-ওনার প্রীতি জিন্তা অপমান করেছেন কোচ সঞ্জয় বাঙ্গারকে। ওই ম্যাচের পর প্রীতির একটি রাগের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। কিন্তু দু’পক্ষই এই তথ্য ভুল বলে দাবি করেছেন।

সঞ্জয় বাঙ্গার বলেন, ‘এক রানে হারের পর নিয়ম মেনেই দলের মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসেছিলাম। কিন্তু সংবাদ মাধ্যমে সেটাকে অন্য রূপ দেয়া হয়েছে।’

হারলেও দল ভাল খেলেছে বলে দাবি করেন বাঙ্গার। তিনি বলেন, ‘ওভাবে হারে আমরা সবাই খুব ভেঙে পড়েছিলাম। কিন্তু দল খুব ভাল ক্রিকেট খেলেছে। তবে আমার বিরুদ্ধে খারাপ মন্তব্য কেউ করেনি। আর আমরা টুর্নামেন্টে টিকে থাকার লড়াই চালিয়ে যাব।’ অন্যদিকে প্রীতি জিন্তাও এই খবরকে উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি কখনোই আমার কোচ বা অন্য কারো প্রতি অপমানজনক কোনো শব্দ বলিনি। সঞ্জয় আর আমি দু’জনেই এটার বিরোধিতা করছি। সব সময় সেলিব্রিটিদেরই টার্গেট করা হয়।’
১০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে