বিনোদন ডেস্ক : সঞ্জয় লীলা বনশালীর পরবর্তী ছবিতে ‘সুলতান’ হচ্ছেন শাহরুখ খান? এই নয়া জল্পনাই এখন ঘুরছে বলিউডের অন্দরে। সবার মুখে মুখে এখন শুধুই বানশালীর পরবর্তী ধামাকা!
জানা গিয়েছে, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহকে নিয়ে আরও একটি ছবি করার পরিকল্পনা করছেন সঞ্জয়। ছবির সম্ভাব্য নাম ‘পদ্মাবতী’, যা রানী পদ্মাবতীর জীবনের ওপর ভিত্তি করেই তৈরি হবে। পদ্মাবতীর চরিত্রে সঞ্জয়ের প্রথম পছন্দ দীপিকাই। এই ছবিতে দুই পুরুষ চরিত্রের উল্লেখ রয়েছে। একটি রাজা রতনসেন এবং অন্যটি সুলতান আলাউদ্দিন খিলজি।
শোনা যাচ্ছে, আলাউদ্দিনের চরিত্র সম্ভবত শাহরুখকে দিয়ে করাতে চাইছেন সঞ্জয়। শোনা গিয়েছে, বলিউড বাদশার সঙ্গে এই নিয়ে একটি বৈঠকও সেরে ফেলেছেন বনশালী।
তা হলে ‘বাজিগর’ বা ‘ডন’-এর পর ফের কি নেগেটিভ চরিত্রে দেখা যাবে শাহরুখকে? আগামী বছর ছবিটি মুক্তি পেতে পারে বলে জানা গিয়েছে।
১৩ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস