শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০৮:৪২:৪৩

ঢাকাই সিনেমার কোন তারকার কত পারিশ্রমিক?

ঢাকাই সিনেমার কোন তারকার কত পারিশ্রমিক?

বিনোদন ডেস্ক : তারকাদের নিয়ে কৌতুহলের অন্ত নেই। কোন তারকার কি পছন্দ। কি খাচ্ছেন। কিভাবে থাকছেন, এমন আরও নানা খুটিনাটি বিষয়াদিগুলি জানার আগ্রহ থাকে ভক্তদের। এমনকি প্রিয় তারকাদের পারিশ্রমিক কত? এ নিয়েও কৌতুহলের অন্ত নেই।

আমরা বলিউড তারকাদের পারিশ্রমিকের ব্যাপারটি জানলেও ঢাকাই সিনেমার অনেক তারকাদের পারিশ্রমিক সম্পর্কে কিছুই জানি না। তারা ছবি প্রতি কত টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন? এমন ধারণাটা আমাদের অজানাই থেকে যাচ্ছে। তাহলে আসুন জেনে নিই ঢাকাই সিনেমার কোন তারকার পারিশ্রমিক কত?

তবে বলে রাখা ভালো যে, তারকাদের পারিশ্রমিকরে যে হিসেবটা আমরা তুলে ধরব, তা ২০১৫ সাল পর্যন্ত। বর্তমানে এই পারিশ্রমিকের কিছুটা রদবদল হতে পারে। আবার কারো কারোটা অপরিবর্তিতও রয়েছে।  

শাকিব খান : ঢাকাই ছবির কিং বলা হয় তারকাকে। বাংলাদেশ চলচ্চিত্রে তার অবস্থান শীর্ষে। শাকিব মানেই ব্যাবসা সফল ছবি। নির্মাতারাও নির্ভার থাকেন শাকিব খানকে নিয়ে ছবি বানিয়ে। তাই এই তারকার পারিশ্রমিকটা অন্য যে কোন তারকার চেয়েও অনেক বেশি। ছবিপ্রতি এ নায়ক নেন ২০-২৫ লাখ টাকা। এছাড়াও যাতায়াত ও অন্যান্য আনুসঙ্গিক খরচ তো রয়েছেই।

বাপ্পি চৌধুরী : ঢাকাই সিনেমায় নতুন সংযোজন এই হিরো। শাকিব খানে পরেই আছেন তিনি। এই তারকা বর্তমানে ছবি প্রতি ১০ লাখ টাকা করে নিয়ে থাকেন। তবে কোন কোন ক্ষেত্রে এর থেকে কম টাকায়ও ছবি করেন বাপ্পি।

ফেরদৌস আহমেদ : ঢালিউডের সুদর্শন নায়ক তিনি। কলকাতাতেও আছে তার জনপ্রিয়তা। একসময় অত্যন্ত জনপ্রিয় এই নায়ক বর্তমানে কিছুটা ব্যাকফুটে আছেন। নির্মাতাদের কাছে তার সাম্প্রতিক চাহিদা অনেক কম। তিনি ছবিপ্রতি ৫-৮ লাখ টাকা নিয়ে থাকেন।

আরিফা পারভিন মৌসুমী : অভিনেত্রীদের ক্ষেত্রে সব থেকে এগিয়ে আছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তিনি ছবিপ্রতি নিয়ে থাকেন  ৫-৭ লাখ টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকেন।

অপু বিশ্বাস : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। ছবিপ্রতি তার পারিশ্রমিক চাহিদা ৫ লাখ টাকা। এছাড়া তারও রয়েছে শাকিবের মত আলাদা যাতায়াত ও অন্যান্য খরচও।

আরিফিন শুভ : ঢালিউডের বর্তমান সময়ের আরেক আলোচিত নায়ক আরিফিন শুভ। খুব অল্প সময়ে ভক্তদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। তার চাহিদা ৩-৫ লাখ টাকার মধ্যে থাকলে পারিশ্রমিকের বাহিরে তার রয়েছে বেশ কিছু শর্ত।

মাহিয়া মাহী : জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিও ছবিপ্রতি ৩-৪ লাখ টাকা করে নেন। তবে মাহী শুধু জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় অভিনয় করার কারণে পারিশ্রমিক নিয়ে মাহির ধরা বাধা কোন চাহিদা নেই। বর্তমানে তিনি জাজ থেকে বেরিয়ে নিজের মত করে ছবি করছেন।
১৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে