বিনোদন ডেস্ক : কাজ চলছে বলিউডের ‘সুলতান’ চলচ্চিত্রের। এখনও কাজ পুরোপুরি শেষ হয়নি। সালমান খান অভিনীতি এ সিনেমাটি কাজ শুরুর আগের থেকেই দারুণ আলোচনায় রয়েছে। আগ্রহ সৃষ্টি করছে সিনেমাপ্রেমীদের মাঝে।
এদিকে বহুল আলোচিত এই সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়াতে নির্মাতার পক্ষ থেকেও নেয়া হচ্ছে নানা কৌশল। এসব কৌশল প্রচারণারই একটি অংশ। যার ফলে ছবিটির টিজার, বিভিন্ন পোস্টার এবং ছবি দিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা বাড়িয়ে দিচ্ছেন নির্মাতা।
এমন প্রচারণা ফলে দারুণ আগ্রহী হয়ে উঠেছে দর্শক। সিনেমার কাহিনি কী হবে তা নিয়ে রীতিমতো ধাঁধায় রয়েছেন দর্শক। এরই মধ্যে সিনেমাটির আরো একটি পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। ছবিতে দেখা গেছে পুরনো আমলের একটি বাষ্পচালিত ট্রেনের আগে ছুটছেন সালমান।
দৃশ্যটিতে যে ট্রেনটি দেখানো হয়েছে সেটির নাম ‘আকবর’। ট্রেনটি ৫০ বছরের পুরনো। হরিয়ানার রেওয়ারিতে দৃশ্যটি ধারণ করা হয়েছে বলে জানা গেছে। সিনেমাটিতে সুলতান আলী খানের ভূমিকায় অভিনয় করছেন সালমান খান। অন্যদিকে আনুশকাকে দেখা যাবে আরফা চরিত্রে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।
১৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন