বিনোদন ডেস্ক : প্রিয় তারকাদের প্রতি ভক্তদের পাগলামি নতুন কিছু নয়। প্রেম প্রস্তাব থেকে শুরু করে নানা কাণ্ড করে আলোচনায়ও এসেছেন এ পর্যন্ত অনেক ভক্ত। এবার এর থেকেও ব্যাতিক্রম এক ভক্তের দেখা পাওয়া গেল। যে কি না তার প্রিয় অভিনেত্রীর জন্য ৮ হাজার গোলাপ পাঠিয়েছেন!
ঘটনাটি ঘটেছে ভারতে। ‘জান্নাত’ ছবির অভিনেত্রী সোনাল চৌহানের প্রতি এতটাই অন্ধত্ব বরণ করেছেন এক ভক্ত যে কিনা একটি নয়, দু’টি নয় গুণে গুণে ৮ হাজার গোলাপ পাঠিয়েছেন এই অভিনেত্রীর জন্য। আর সেই গোলাপের মাঝে বসে ছবি তুলে পোস্টও করেছেন এই অভিনেত্রী। তবে কে এই পাগল ভক্ত? সে পরিচয় সোনাল নিজেও জানেন না।
ইন্সটাগ্রামে ঘর ভর্তি গোলাপের সঙ্গে ছবি পোস্ট করে এ অভিনেত্রী লিখেছেন : ‘আট হাজার গোলাপ, কিন্তু এখনো জানি না কে সে! এই এক ভাবেই আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি।’
প্রসঙ্গত, বলিউডের আলোচিত ছবি ‘জান্নাত’। এতে সোনাল অভিনয় করেছেন ইমরান হাশমির বিপরীতে। এ ছবি ছাড়াও তাকে বেশ কয়েকটি দক্ষিণী সিনেমায় দেখা গেছে। ভক্তের ফুল পেয়ে এ অভিনেত্রী যে ভীষণ খুশি তা আর বলার অপেক্ষা রাখে না।
১৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন