শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০১:০০:৪১

প্রভাকে নিয়ে বাপ-বেটার দ্বন্দ্ব!

প্রভাকে নিয়ে বাপ-বেটার দ্বন্দ্ব!

বিনোদন ডেস্ক : বাপ অভিনেতা তারিক আনাম খান আর বেটা পাভেল ইসলাম। তারা দু’জনই কিডন্যাপার! আর এই বাপ-বেটার হাতেই কিডন্যাপ হন আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা! হুমায়ূন রশিদ সম্রাটের নতুন নাটক ‘লাভ লস’-এর গল্পে দেখা যাবে এমন।

গল্পে দেখা যাবে শহরের ধনী পিতার মেয়ে প্রভা। তারিক ও পাভেল প্রভার বাবার কাছ থেকে টাকা নিয়ে প্রভাকে মেরে ফেলতে চাইবে। কিন্তু পাভেল প্রভার প্রেমে পড়ে যায়। সে জন্য সে তার বাবাকে বাধা দেন। সে কিছুতেই প্রভাবে মারতে দিবেন না। এ নিয়েই বাবা-বেটার দ্বন্দের সূত্রপাত হয়। এরপরই একের পর চমক তৈরি হয় নাটকটিতে। সম্রাটের গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য করেছেন তুর্ তানি।

নির্মাতা হুমায়ূন রশিদ সম্রাট জানালেন, ‘আমরা থ্রিলার টাইপের খুঁজছিলাম। সে হিসেবেই নাটকটি করা। প্রত্যেক আর্টিস্ট নিজ নিজ দায়িত্ব নিয়ে খুব যত্নসহকারে কাজটা করেছে। প্রত্যেকে সিনসিয়ার ছিল। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

গত ২২ এপ্রিল রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে।
১৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে