শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০১:৪৬:৪৬

জাদুর দিয়াশলাই পেয়েছেন মোশারফ করিম!

জাদুর দিয়াশলাই পেয়েছেন মোশারফ করিম!

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম জাদুর একটি দিয়াশলাই পেয়েছেন। আর তা দিয়ে তিনি বিভিন্ন মানুষের উপকার করে যাচ্ছেন। মানুষ তার সরণাপন্ন হচ্ছেন। এমনই এক মজার গল্প নিয়ে এবারের ঈদে চ্যানেল আইয়ের জন্য নির্মিত হয়েছে নাটক ‘দিয়াশলাই’।

ইশতিয়াক আহমেদ রুমেলের রচনা পরিচালনায় নির্মিত এই নাটকটিতে মোশারফ করিমকে একজন দরিদ্র যুবকের চরিত্রে দেখা যাবে। গল্প প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, ‘মোশারফ ভাইয়ের সঙ্গে আমার রসায়নটা অনেক পুরনো। তাই আমরা দুজন কাজ করতে গেলে খুব সুবিধা হয়। এতে দর্দুান্ত অভিনয় করেছেন তিনি। যে এফোর্ট দিয়েছেন সত্যি তা মুগ্ধ হওয়ার মতো।’

নাটকটিতে মোশাররফ করিম ছাড়াও হত দরিদ্র একটি পরিবারের সন্তানের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল অভিনেতা অন্তু করিম। অন্তুকে একটি অতিথি চরিত্রে দেখা যাবে। এ ছাড়া আরো অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, নাদিয়া মিম প্রমুখ।
১৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে