শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০৩:৩৫:২৪

অসুস্থ হৃদয় খান, তবুও অংশ নিলেন নাটকের শুটিংয়ে

অসুস্থ হৃদয় খান, তবুও অংশ নিলেন নাটকের শুটিংয়ে

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান অভিনীত প্রথম নাটক ‘রূপকথা’র শুটিং শুরু হয়েছে আজ থেকে। রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে মোস্তফা কামাল রাজ নির্মিত এই নাটকটি শুটিং চলছে। ১৫ মে পর্যন্ত এর কাজ চলবে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই টনসিলের সমস্যায় ভূগছিলেন হৃদয় খান। এ জন্য তিনি ভর্তি হয়েছিলেন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। গতকাল ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। তবে এখনো পুরোপুরি সুস্থ নয়। আর সেই অসুস্থ শরীরেই যোগ দিয়েছেন নিজের প্রথম নাটক ‘রূপকথা’ শুটিংয়ে।

সেট থেকে হৃদয় খান জানিয়েছেন, ‘আগে যেহেতু শুটিংয়ের সিডিউল দেয়া ছিলো সেক্ষত্রে কাজটা তো করতেই হবে। নাটকের প্রথমবার অ্যাক্টিং করছি। খুব ভালো লাগছে। আর কো-আর্টিস্ট তিশা তো ব্রিলিয়ান্ট।’

নাটকটিতে একটি গান আছে। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান। শুটিং চলবে ১৫ মে পর্যন্ত। নাটকটি আগামী পবিত্র ঈদুল ফিতরে চ্যানেল আইতে প্রচারিত হবে।
১৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে