শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০৩:৪১:৫৮

বলিউডের হার্টথ্রব শিল্পা শেঠি এখন ঢাকায়

বলিউডের হার্টথ্রব শিল্পা শেঠি এখন ঢাকায়

বিনোদন ডেস্ক : একটি ফ্যাশন শোতে অংশ নেয়ার জন্য ঢাকায় এসে পৌছেছেন বলিউডের সুপার হার্টথ্রব শিল্পা শেঠি। আজ সকাল সাড়ে আটটায় এ্যমিরাট বিমানে করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তিনি।

‘দ্য প্লাটফর্ম’ আয়োজিত ‘প্যাশন ফর ফ্যাশন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নিতেই তিনি ভারত থেকে ঢাকায় আসেন। অনুষ্ঠানের আগে বিকেল ৩টায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন শিল্পা।

আয়োজকরা জানান, আজ রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সিটির গোল নকশায় সন্ধ্যা সাড়ে ৭টায় ফ্যাশন শোতে অংশ নেবেন শিল্পা। ফ্যাশন শোর কোরিওগ্রাফির  দায়িত্বে আছেন সানজিদা হক আরেফিন লুনা। দেশি পোশাককে আন্তর্জাতিকভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার এ প্রয়াস বলেও জানান তিনি।
১৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে