শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০৪:৪০:১২

সবচেয়ে বড় তারকা ‘বাজরাঙ্গি ভাইজান’র সেই মুন্নি!

সবচেয়ে বড় তারকা ‘বাজরাঙ্গি ভাইজান’র সেই মুন্নি!

বিনোদন ডেস্ক : হর্ষালি মালহোত্র মানে বলিউডের আলোচিত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’র ছোট্ট সেই মুন্নী। নিশ্চয় মনে আছে? মনে না থেকে কি কোন উপায় আছে? কেন না, সে যে এখন যে কোন বড় তারকার চেয়েও বড় তারকা। তাই এখনও তার অভিনয়, তার ছোট্ট মায়াময় মুখ গেঁথে আছে সবার অন্তরে।

বলিউডের অনেকেই অকপটে স্বীকার করেন, হর্ষালির মতো জনপ্রিয়তা কোনও শিশুশিল্পী এখনও পায়নি। আর তাই তো বলিউড ভাইজান সালমান খান নিজেই বহুবার বলেছেন, ‘বজরঙ্গি ভাইজান’-এর আসল স্টার হর্ষালি।

তবে সব থেকে মজার বিষয় হচ্ছে, হর্ষালি শুধু ভারতই নয়, গোটা পাকিস্তানেও পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। অবশ্য আজকাল হর্ষালির একটাই ইচ্ছা। সে আবার কবে তার সালমান আঙ্কলের সঙ্গে শ্যুটিং শুরু করবেন।

ছোট্ট হর্ষালি সালমান খানকে হাতের কাছে পেলেই বার্বি গেম্‌স আর টেনিস খেলবেনই খেলবেন। সালমান আঙ্কলকে মাঝেমধ্যেই চোখে হারায় হর্ষালি। তখন? সোজা ফোন। আর সালমানও কিন্তু যেখানেই থাকুন, হর্ষালির ফোন পেলে সব ব্যস্ততা ফেলে কথা বলা শুরু করেন তার আদুরে মুন্নীর সাথে।

‘বাজরাঙ্গি ভাইজান’ ছবির শুটিংয়ে সালমান খানকে কাঁদতে দেখলেই কেঁদেছেন হর্ষালি। শুধু তাই নয়, একই ছবিতে এখনও সালমান খানের কান্না সিন দেখে সে নিজেও কাঁদেন অঝোরে। তাবে জানেন কি? এই সালমান খানকেই দেখে প্রথমে লজ্জায় কুঁকড়ে গিয়েছিল হর্ষালি। তার পরে সালমানের সঙ্গে তাকে বেশ কিছুক্ষণ একা ছেড়ে দেওয়া হয়। এখন? সালমান আঙ্কল বলতে হর্ষালি অজ্ঞান।

বাজরাঙ্গি ভাইজানের পর এখনও নতুন কোন ছবিতে তাকে আর দেখা যায়নি। তবে এরপর বেশ কয়েকটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে হর্ষালিকে। ‘বাজরাঙ্গি’র সেটে কোনও অ্যাকশন সিকোয়ন্স হলেই সে ঘাবড়ে যেত। কবীর এবং সালমান তখন তাকে আগলে রাখতেন। খুব বেশি শব্দে ভয় পায় হর্ষালি।

হর্ষালির মায়ের অভিযোগ, সে নাকি খুব বকবক করে! তবে হর্ষালি ঠিক করে নিয়েছে, সে বড় হয়ে বলিউডসেরা একজন অভিনেত্রী হবেন। মুম্বাইয়ের সেভেন স্কোয়্যার অ্যাকাডেমিতে পড়ে হর্ষালি মালহোত্র। ‘বজরঙ্গি ভাইজান’-এর শ্যুটিংয়ের সময়ে বেশ কয়েকদিন স্কুলে যেতে পারেনি হর্ষালি।

এদিকে পরিচালক কবীর খানের সঙ্গে হর্ষালির দোস্তি একেবারে ফাটাফাটি। কোনও সমস্যা হলেই হর্ষালি জানে, তার কবীর আঙ্কল রয়েছে। বাজরঙ্গির শ্যুটিংয়ে হর্ষালির অন্যতম প্রিয় কাজ কী ছিল জানেন? পরিচালক কবীর খানের কোলে চেপে ঘুরে বেড়ানো।
১৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে