শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০৫:০৫:২৩

বলিউডের সব থেকে বিতর্কিত তারকা ইনি, বলুন তো কে তিনি?

বলিউডের সব থেকে বিতর্কিত তারকা ইনি, বলুন তো কে তিনি?

বিনোদন ডেস্ক : ছোট্ট মেয়েটির ছবি দেখতে পাচ্ছেন বলতে পারবেন তিনি কে? তিনি বর্তমানে বলিউডে সব থেকে বেশি বিতর্কিত একজন অভিনেত্রী। শুধু বলিউড কেন পুরো বিশ্বব্যাপীই তিনি দারুণ পরিচিত। তিনি হচ্ছেন সানি লিওন।

আজ সানি লিওনের জন্মদিন। তাকে নিয়ে তো মানুষের আগ্রহের কোনও শেষ নেই। সানি মানেই মানুষের উন্মাদনা। এবার তাই আজ সানি লিওনে সম্পর্কে জেনে নিন এমন কিছু তথ্য, যেগুলো হয়তো আপনি জানেন না।

১। জানেন সানি লিওনের স্টেজে পারফর্ম করার জন্য আরও একটি নাম আছে। সেটি হল - কারেন মালহোত্রা। ২। সানিকে তো এত দেখেন, জানেন সানির উচ্চতা কত? সানির উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। আর তাঁর ওজন ৫০ কেজি।

৩। সানি লিওনে চেয়েছিলেন একজন নার্স হতে। কিন্তু পরে তিনি হয়ে যান বিতর্কিত স্টার। আর এখন তো তিনি বলিউড ফিল্মের অভিনেত্রীও বটে। ৪। জিসম ২ দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় সানি লিওনের। কিন্তু তাঁর বলিউডে ডেব্যু হওয়ার কথা ছিল মোহিত সুরির কলিযুগ ফিল্ম দিয়ে। কিন্তু টাকায় না পোষানোয় সানি ওই ফিল্ম করেননি।

৫। বলিউড ফিল্মে কাজ শুরুর আগে সানি লিওনে মোট ৪ বার ভারতে ঘুরতে এসেছিলেন। ৬। সানি শুধু বিতর্কিত ফিল্মে অভিনয়ই করেননি। ৪২ টি বিতর্কিত ফিল্মও তিনি পরিচালনা করেছেন! ৭। সানি লিওনের আসল নাম হল করণজিত্ কৌর বোহরা।
১৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে