শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০৮:০৩:৩২

বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিয়ে ভাঙল নার্গিসের!

বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিয়ে ভাঙল নার্গিসের!

বিনোদন ডেস্ক : ‘আজহার’ মুক্তির আগেই নার্গিসের যে বিস্ফোরক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে মুম্বাইয়ের একটা নামি ওয়েবসাইটে তা শুনে আক্কেল গুরুম অনেকেরই।  কী না বলেছেন নার্গিস! শুনলে মাথা খারাপ।  

রণবীর সিংহ নাকি ‘লেডি গাগার মেল ভার্সান’। ব্যাটম্যান না সুপারম্যান, কার সঙ্গে প্রেম করবেন তিনি জানতে চাইলে নার্গিস বলেন, দীর্ঘদিন যার সঙ্গে তার সম্পর্ক, আর ক’দিনের মধ্যেই যার সঙ্গে তার বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল, সেই উদয় চোপড়াকে নিয়ে বাজে রসিকতা করতে ছাড়েননি তিনি!

নার্গিসের এই বিতর্কিত সাক্ষাত্কারের পরই বলিউড জুড়ে এখন তোলপাড়।  শোনা যাচ্ছে, উদয় চোপড়া নাকি নার্গিসকে জানিয়ে দিয়েছেন, তার পক্ষে আর নার্গিসকে বিয়ে করা সম্ভব নয়।  

বি-টাউনের একটি সূত্রের দাবি, উদয়ের মুখে এ কথা শোনার পরই একেবারে ভেঙে পড়েন নার্গিস এবং প্রায় রাতারাতি চলে যান নিউইয়র্কে।  

নার্গিসের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে এক মাস ছুটি নিচ্ছেন তিনি।  তবে আসল কারণ যাই হোক না কেন, নার্গিস দেশ ছাড়ায় প্রবল সমস্যা পড়েছেন প্রযোজকরা।

নার্গিসের হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে, যার শুটিং চলছে।  এদিকে নাকি ফোনও ধরছেন না নার্গিস।  সব মিলিয়ে বলিউডে এখন তাকে ঘিরে জল্পনার যে ঝড় উঠেছে তা তিনি নিজে বা উদয় চোপড়া মুখ না খোলা পর্যন্ত চলতেই থাকবে।
১৩ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে