বিনোদন ডেস্ক : আমন্ত্রিত প্রত্যেক অভিনেত্রীকে হাই হিলের জুতা পায়ে রেড কার্পেটে হাঁটতেই হবে। কান ফেস্টিভ্যালের ফ্যাশনে এটা বাধ্যতামূলক। বহু বছরের এই নিয়মকে ভাঙলেন বললে কম হবে, একেবারে বিপ্লব ঘটালেন হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস।
জুডি ফোস্টারের 'মানি মনস্টারে'র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি। কান ফেস্টিভ্যালে মানি মনস্টারের জন্য রেড কার্পেটে আমন্ত্রিতও ছিলেন তারা। কালো আরমানি প্রাইভ গাউন, গলায় দামি হিরের নেকলেসের চমক-সবকিছুই ছিল পারফেক্ট। ছবির সব কাস্টই হাজির ছিলেন সেখানে। তবে পার্থক্য একটাই, জুলিয়ার পায়ে ছিল না কোনো হাই হিলের জুতা। যা দেখল সারা বিশ্ব। কাঁপিয়ে দিলেন কান কর্তৃপক্ষের গড়া কঠিন নিয়মকে। জুলিয়া রবার্টসের এই বিপ্লবের পর উঠে আসতে পারে নারীবাদের ভাবনা চিন্তার অধিকারের কথাও।
২০১৫ সালে কান উৎসবের হিল কাণ্ডের কথা অনেকের মনে থাকার কথা। শুধু পায়ে হাই হিলের জুতা পরে না আসার কারণেই অভিনেত্রীকে লাল গালিচা থেকে ফিরিয়ে দিয়েছিলেন উৎসবের দুই নিরাপত্তাকর্মী। এটা নিয়ে কি বিপত্তিই না ঘটেছিল গতবছর। তবে শেষ পর্যন্ত সেই দুই অভিনেত্রীর কাছে ক্ষমা চাইতে হয়েছিল উৎসব আয়োজকদের। এবারে তারই যেন ভিন্নধর্মী প্রতিবাদ জানালেন অস্কার বিজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস। স্রেফ খালি পায়ে লাল গালিচায় হেঁটে তারই প্রতিবাদ জানান তিনি। সেটা কিন্তু সত্যিই চমকপ্রদ ও বৈপ্লবিক।
শুধু রবার্টস একাই নয়, তার এই সিদ্ধান্তের পাশে এসে দাঁড়িয়েছেন অনেক অভিনেত্রী ও মডেলরা। খালি পায়ে কান ফেস্টিভ্যালের রেড কার্পেটে হেঁটে যিনি তাক লাগিয়ে দিয়েছেন, সেই জুলিয়া রবার্টসের সঙ্গে একমত ক্রিস্টেন স্টিওয়ার্ট। ফিল্ম ফেস্টিভ্যালের রাউন্ডটেবিল বৈঠকে তিনি যা বললেন, খুব তাড়াতাড়ি এই নিয়মের পরিবর্তনের সময় এসেছে। একজন পুরুষের সঙ্গে আমি যখন এইভাবে হেঁটে রেড কার্পেটে ঢুকছি, তখন কেউ আমাকে ঢুকতে বাঁধা দিলে, আমি তাকে বলব, আমার বন্ধু, আমার পুরুষ সঙ্গীটি কি হাইহিল পড়েছেন? নিয়ম সকলের জন্যই বাধ্যতামূলক করা উচিত।
১৩ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই