বিনোদন ডেস্ক : একটি ফ্যাশন শোতে অংশ নেয়ার জন্য ঢাকায় আসেন বলিউডের সুপার হার্টথ্রব শিল্পা শেঠি। আজ সকাল সাড়ে আটটায় এ্যমিরাট বিমানে করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তিনি। সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও অনুষ্ঠান শুরু হতে হতে বাজলো সাড়ে আট।
বলিউডের নায়িকা বলে কথা! ভক্তদের কাছে তার কথা পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদেরও আগ্রহের কমতি ছিলো না। কিন্তু তাতে জল ঢাললেন শিল্পা শৈঠি। টানা সাড়ে চার ঘন্টা সাংবাদিকদের বসিয়ে রেখে জানালেন তিনি বিশ্রামে আছেন। হতাশ করলেন নায়িকা। এখানেই শেষ নয়, দ্বিতীয় পর্ব বাকি। যে কারণে শিল্পার আসা, বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘প্যাশন ফর ফ্যাশন’শীর্ষক ফ্যাশন শোতে অংশ নেবেন তিনি। সেখানেও তিনি হতাশ করলেন ভক্তদের।
শোতে দেশি মডেলদের পারফর্মেন্স এ মুগ্ধতাও ছড়ালো। পোষাকের নকশা আর মডেলদের রূপের ঝলকে কিছুক্ষণ বুঁদ হয়ে থাকলেও আগতদের মনে অপেক্ষাই ছিলো শিল্পার জন্য। অনুষ্ঠানের শেষ প্রান্তে ঘোষণায় এলো শিল্পার নাম। এবার তিনি এলেন কিন্তু মাত্র এক মিনিটেরও কিছু কম সময় হাটলেন।
তারপর দাঁড়ালেন, এবার কিছু কথা বলতে হয় তাই বললেন, ‘বাংলাদেশে আসতে পেরে অনেক ভালো লাগছে। সবাইকে অনেক ধন্যবাদ আমার জন্য অপেক্ষা করার জন্য।চমৎকার আয়োজন।’ এখানে না করে আর একটু বললেন। তবে এবার বাংলায় মাত্র দুটি কথা, ‘তোমাকে ভালোবাসি এবং তুমি ভীষন মিষ্টি।’
চলে গেলেন শিল্পা! আগত ভক্তরাও ফিরলেন এক বুক হতাশা নিয়ে। কারো মুখে নিন্দা আবার কারো ভেতর ক্ষোভ। কিন্তু কেন হতাশ করলেন শিল্পা? জানা গেল, আয়োজক প্রতিষ্ঠান ও ইভেন্ট ম্যানেজমেন্টের দ্বন্দের জেরেই শিল্পার এইরুপ ব্যবহার। অনুষ্ঠানজুড়েও অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছিল।
১৪ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস