শনিবার, ১৪ মে, ২০১৬, ০৮:৫৬:১৫

মেয়েকে নিয়েই কানে উড়াল দিলেন ঐশ্বরিয়া

মেয়েকে নিয়েই কানে উড়াল দিলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : গত চোদ্দ বছর ধরে কান উৎসবে যোগ দিয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া। কোন বছরই তিনি মিস করতে চাননি। এমনকি মেয়ে আরাধ্যা যখন খুব ছোট, তখনও মেয়েকে মায়ের জিম্মায় রেখে প্রসাধনী সংস্থার প্রচারে লাল গালিচায় হেঁটেছেন।

তবে এ বছর মানে এই ১৫তম বছরটাই চাপে ফেলেছে ঐশ্বরিয়া রায়কে। কারণ তার নতুন ছবি ‘‌সর্বজিৎ’‌। আগামী ২০ তারিখ মুক্তি পাচ্ছে আলোচিত এ ছবিটি।

কামব্যাকের পর প্রথম ছবি ‘‌জজবা’‌ মুখ থুবড়ে পড়েছে। এবার ‘‌সর্বজিৎ’‌–ই ভরসা। প্রচারের মাঝে যেতে পারবেন, ভাবেননি। নাছোড় ল’‌রিয়েলও। তাদের সব থেকে দামি বিপণন দূতটিকে ছাড়তে চায় না। সোনাম আছেন। তবু তিনি তো আর প্রাক্তন বিশ্বসুন্দরী নন। জোরাজুরিতে অবশেষে রাজি হয়েছেন ঐশ্বরিয়া।

বৃহস্পতিবার মাঝরাতে মেয়ে আর মা'কে নিয়ে নিসগামী বিমানে চাপলেন। ১৩ আর ১৪ তারিখ রেড কার্পেটে হাঁটছেন। পরদিন ফেরত। ১৯' এর গালা'তে তাঁর বদলে হাঁটবেন সোনাম। ‘‌দুধের স্বাদ ঘোলে.‌.।’‌‌ তবু রাজি সংস্থা। দু’‌দিনের জন্য তো অন্তত ঐশ্বর্যলাভ হবে। তাই বা কম কি!‌‌‌
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে