শনিবার, ১৪ মে, ২০১৬, ০৯:১৮:১৫

ক্যান্সার আক্রান্ত মেয়ের জন্য সালমানের কাছে এক মায়ের অনুরোধ

ক্যান্সার আক্রান্ত মেয়ের জন্য সালমানের কাছে এক মায়ের অনুরোধ

বিনোদন ডেস্ক : ক্যান্সার আক্রান্ত পাঁচ বছরের ছোট্ট মেয়ে রিকা বলিউড ভাইজানকে দেখে ফিরে পেয়েছে প্রাণের স্পন্দন, বাঁচার স্ফূর্তি। তবে সরাসরি নয়; অনস্ক্রিনে দেখেই এখন অনেকটা সুস্থ মেয়েটি।

রিকার মা জানিয়েছেন, তার মেয়ের মনে ভারতের প্রতি এক ধরনের বিদ্বেষ তৈরি হয়েছিল, তা আবার মুছে গেছে ‘প্রেম রতন ধন পায়ো’-তে রক্ষণশীল সালমান খানকে দেখে। তাই ক্যান্সার আক্রান্ত শিশুর মায়ের আবদার, তার মেয়েকে জন্মদিনে যদি একটা শুভেচ্ছা জানাতেন বলিউড তারকা।

রিকার মা আরও জানিয়েছেন, অস্ট্রেলিয়া থেকে ২০১৩ সালে যখন তারা ভারত-ভ্রমণে এসেছিলেন, তখনই ছোট্ট রিকার শরীরে ধরা পরে এই মরণব্যথি রোগের বীজ। তারপর থেকে ছোট্ট রিকার মনে বদ্ধমূল ধারণা ছিল ভারতে আসার জন্যেই সে এই রোগে আক্রান্ত হয়েছে। রিকার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে সে ভারত সম্পর্কিত কোনও কিছু আর সহ্য করতে পারতো না। কিন্তু এই বছর ২৯ এপ্রিল প্রথম ক্যান্সারমুক্ত জন্মদিন কাটাল পাঁচ বছরের রিকা।

এর মধ্যেই হঠাৎ একদিন রিকা টিভিতে সালমানের ‘প্রেম রতন ধন পায়ো’ দেখে। তারপর থেকেই সে অনেক উচ্ছল, হাসি-খুশি হয়ে উঠেছে, জানিয়েছেন আক্রান্ত শিশুর মা। তাই রিকার মায়ের একটাই আবদার বলিউড তারকার কাছে, যে কোনও মাধ্যমে যদি সালমান তার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেন তাহলে ভাল হত।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে