শনিবার, ১৪ মে, ২০১৬, ১২:০৬:৩৮

কান উৎসবে তৌকীর ও বিপাশা, প্রদর্শিত হবে ‘অজ্ঞাতনামা’

কান উৎসবে তৌকীর ও বিপাশা, প্রদর্শিত হবে ‘অজ্ঞাতনামা’

বিনোদন ডেস্ক : ফ্রান্সে বসেছে ‘কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসর’। বুধবার থেকে শুরু হওয়া এ উৎসবে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন তৌকির আহমেদ ও বিপাশা হায়াৎ। এবারের আসরে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনা’ ছবিটি প্রদর্শন হওয়া কথা রয়েছে।

এর আগে প্রথমবারের মতো কান উৎসবে প্রদর্শনি হয়েছিল তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ ছবিটি। এবার তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ ছাড়াও অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ চলচ্চিত্রটি প্রদর্শন হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দু’ফিল্মে প্রিমিয়ার হবে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রের। আগামী ১৭ মে সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। এ উপলক্ষেই তৌকীর-বিপাশা এখন ফ্রান্সে অবস্থান করছেন। তারা যোগ দিয়েছেন কান উৎসবে।

মার্শে দু’ফিল্ম কান উৎসবের মূল অফিশিয়াল সিলেকশনের বাইরে একটি পুরোপুরি বাণিজ্যিক বিভাগ। উৎসবের সময়ে প্যালে ডে ফেস্টিভ্যালের নিচতলার জায়গাটায় নির্দিষ্ট ফি দিয়ে যে কেউ তাদের ছবি দেখাতে পারেন। প্রযোজনা সংস্থাগুলোর সুযোগ থাকে বুথ বা টেবিল ভাড়া নিয়ে নিজেদের কাজ তুলে ধরার।

অজ্ঞাতনামা সিনেমায় অভিনয় করেছেন— মোশারফ করিম, নিপুণ, ফজলুর রহমান বাবু, আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, শহিদুজ্জামান সেলিম, শাহেদ শরীফ খান প্রমুখ। চলচ্চিত্রটির গল্প চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তৌকীর আহমেদ নিজেই। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

উল্লেখ্য, তৌকীর আহমেদ প্রথম চলচ্চিত্র ‘জয়যাত্রা’ নির্মাণ করেন ২০০৪ সালে। সেটি ছিল মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। এরপর ২০০৬ সালে নির্মাণ করেন ‘রূপকথার গল্প’। ২০০৭ সালে সর্বশেষ হুমায়ূন আহমেদের গল্প নিয়ে নির্মাণ করেন ‘দারুচিনি দ্বীপ’।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে