বিনোদন ডেস্ক : প্রখ্যাত সংগীতশিল্পী আপেল মাহমুদ, খ্যাতিমান কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী ও প্রবীণ অভিনেতা টেলি সামাদকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ বিনোদন সাংবাদিক সংস্থা (বাবিসাস) তাদেরকে এ সম্মাননা প্রদান করে।
শুক্রবার বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে (বাবিসাস) -এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ধ্রুব মিউজিক স্টেশন বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৫’। এখানেই তাদেরকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ‘আপেল মাহমুদ, বারী সিদ্দিকী ও টেলি সামাদ তিনজনই প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাদের হাত ধরে আমাদের সংস্কৃতি অনেক ত্বরান্বিত হয়েছে। তাছাড়া তারা প্রত্যেকেই উজ্জ্বল নক্ষত্র। এজন্য তাদের মত গুণীজনকে আজীবন সম্মাননা দিয়েছে বাবিসাস।’
এদিকে, বাবিসাস এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে অমর নায়ক সালমান শাহকেও মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে। এছাড়া চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, মঞ্চ, নৃত্য, বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন বিভাগে গুণী তারকা শিল্পী-কুশলীদেরও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন