শনিবার, ১৪ মে, ২০১৬, ০২:০১:৫৭

তাজমহলে প্রীতির বিবাহোত্তর সংবর্ধনায় তারকাদের মিলন মেলা

তাজমহলে প্রীতির বিবাহোত্তর সংবর্ধনায় তারকাদের মিলন মেলা

বিনোদন ডেস্ক : জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার বিবাহোত্তর সংবর্ধনা। ১৩ মে মুম্বাইয়ের তাজমহল হোটেল আয়োজিত এই অনুষ্ঠানে যেন বসেছিল বলিউডের তারকাদের মিলন মেলা। বলিউডের প্রথম সারির তারকাদের প্রায় সবাই হাজির হয়েছিলেন একে।

চলতি বছরের ২৯ ফেব্রুয়ারিতে আমেরিকার লস অ্যাঞ্জেলসে অনেকটা চুপিসারেই তিনি তার প্রেমিক জেনে গুডএনাফের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এরপরই তিনি বলেছিলেন মুম্বাইতে তিনি তার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন।

প্রীতি-জেনে গুডএনাফ নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এদিন হাজির হয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান, করণ জোহর, ফারাহ খান, জুহি চাওলা, অভয় দেওল, দিনো মরিনো, আধুনা ভবানি, মাধবন, সুস্মিতা সেন এবং দিয়া মির্জাসহ অনেকে।

এ ছাড়া অভিনেতা শহিদ কাপুর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তার স্ত্রী মিরাকে নিয়ে। উপস্থিত ছিলেন অভিষেক বচ্চন। স্বামী টেনিস তারকা মহেশ ভ্রুপতিকে নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী লারা দত্ত। অন্যদিকে অভিনেত্রী মাধুরী দীক্ষিত এসেছিলেন স্বামী শ্রীরাম নেনেকে নিয়ে।

অভিনয় শিল্পীদের পাশাপাশি ক্রিকেটার যুবরাজও এসেছিলেন প্রীতির বিবাহোত্তর সংবর্ধনায়। এক সময় প্রীতির সঙ্গে যুবরাজের গুঞ্জন শোনা গিয়েছিল। এদিন যুবরাজ উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী হেজেল কেচকে নিয়ে।

এছাড়া প্রীতির বিবাহোত্তর সংবর্ধনায় হবু স্ত্রী লুলিয়া ভান্তুরকে সঙ্গে করে এসেছিলেন বলিউড ভাইজান সালমান খান। শোনা গিয়েছিল তিনি নাকি এই অনুষ্ঠানে নিজের বিয়ের ঘোষণা দিবেন। তবে সে ঘোষণা আর আসেনি।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে