শনিবার, ১৪ মে, ২০১৬, ০৩:১৬:৩৭

প্রীতির বিবাহোত্তর সংবর্ধনায় সালমানের সঙ্গে এলেন হবু বউ!

প্রীতির বিবাহোত্তর সংবর্ধনায় সালমানের সঙ্গে এলেন হবু বউ!

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে বলিউডের টপ নিউজ সালমান খানের বিয়ে। এ বছরই নাকি তিনি বিয়ে করবেন বলে পাক্কা কথা দিয়েছেন। আর এ নিয়েই চলছিল গুঞ্জন। গুঞ্জনের কেন্দ্রবিন্দু সালমান খানের পাত্রী কে হচ্ছেন?

সবাই ধরে নিয়েছিন সালমান খানের বিয়ের পাত্রী তার প্রেমিকা লুলিয়া ভান্তুর। এমনকি সালমানের মা-ও নাকি লুলিয়াকে পুত্রবধূ হিসেবে গ্রহণও করেছেন। আর তাই কি পুত্রবধূকে নিয়ে শাশুরি একসঙ্গেই বের হয়েছিলেন?

এদিকে ১৩ মে হোটেল তাজমহলে হয়ে গেল প্রীতি জিনতার বিবাহোত্তর সংবর্ধনা। আর এই অনুষ্ঠানে সালমান খান কাকে নিয়ে এসেছিলেন জানেন? ভাইজান তার হবু বউ লুলিয়াকে নিয়েই হাজির হয়েছিলেন প্রীতির বিবাহোত্তর সংবর্ধনায়।

এদিকে প্রীতির বিবাহোত্তর সংবর্ধনায় সালমান ও লুলিয়া যুগল একসঙ্গে আসায় কারোরই আর বুঝতে বাকি নেই যে, এই লুলিয়াই খান সাহেবের বেগম হচ্ছেন। আর এটাই এখন বলিউডে সব থেকে বড় আলোচনা। তবে সময় কি বলে? তার জন্য খানিক অপেক্ষা তো করতেই হবে।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে