শনিবার, ১৪ মে, ২০১৬, ০৩:৫৭:০৬

সালমান শাহ আত্মহত্যা করেনি, বললেন তার মা

সালমান শাহ আত্মহত্যা করেনি, বললেন তার মা

বিনোদন ডেস্ক :  মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহকে। গতকাল শুক্রবার নগরীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৫। অনুষ্ঠানে সালমান শাহর মা নীলা চৌধুরী উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

ক্রেস্ট গ্রহণকালে কান্নাভরা কণ্ঠে সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, ‘আমি একদিন দূরে চলে যাব। কিন্তু এই আপনারা আমার ছেলেকে (সালমান শাহ)বাঁচিয়ে রাখবেন। যুগ যুগ ধরে ইমন (সালমান)বেঁচে থাকবে। আমাদের প্রজন্ম, বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারাও সালমানকে মনে রাখবে।’

তিনি বলেন, ‘আমার ছেলেটা ছোটবেলা থেকেই খুব দূরন্ত প্রকৃতির ছিল। আমি ওকে অভিনয় প্রথম আসতে দিতে চাইনি। চেয়েছিলাম অন্য দশটা ছেলের মতো ইঞ্জিনিয়ার হবে। কিন্তু সেই আমি পরবর্তীতে ওকে মিডিয়াতে পাঠিয়েছিলাম। ও মিডিয়াতে  এসেছিল সোহানুর রহমান সোহানের হাত ধরে। সোহানও আজকে এখানে উপস্থিত রয়েছে। কিন্তু সবকিছু শেষ হয়ে গেছে। সালমান শাহ আত্মহত্যা করেনি। আমি আজও তার হত্যার বিচার চাই।’

এসময় তিনি আরো বলেন, ‘আজকে সালমান শাহকে যে সম্মাননা দেয়া হলো এ জন্য বাবিসাসকে ধন্যবাদ জানাই। আগামী বছর থেকে নিয়মিত এই মঞ্চে সালমান শাহ পুরস্কার প্রদানের ঘোষণা দিলাম। সালমান শাহর প্রতি এই ভালোবাসার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ।’

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান জনপ্রিয় চলচ্চিত্রশিল্পী সালমান শাহ। তারপর কেটে গেছে দীর্ঘ সময় তবুও আজও তার মৃত্যু রহস্যই রয়ে গেছে।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে