শনিবার, ১৪ মে, ২০১৬, ০৪:১৩:১৭

আমির খানের মেয়ে কে এই ফাতিমা?

আমির খানের মেয়ে কে এই ফাতিমা?

বিনোদন ডেস্ক : বেশ জোরে-সোরেই চলছে আমির খান-এর পরবর্তী ছবি ‘দঙ্গল’-এর শ্যুটিং। আগামী বড়দিনে ছবিটি মুক্তি পাবে। এদিকে আলোচিত এ ছবিতে আমিরের মেয়ের ভূমিকায় যে অভিনেত্রীকে দেখা যাবে, তাকে কি কেউ চেনেন? বলুন তো কে ইনি? একসময়ে শিশুচরিত্রে মাত করেছিলেন তিনি দর্শকদের।

আমির খানের ‘দঙ্গল’ ছবিতে আমিরের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন ফাতিমা সানা শেইখ। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, কে এই ফাতিমা? মনে পড়ে কমল হাসানের বিখ্যাত ছবি ‘চাচি ৪২০’? সেখানে সেই যে ছোট্ট মেয়েটি কমল হাসানের মেয়ে হয়েছিল, সেই ছোট্ট মেয়েটিই এখন সুন্দরী ফাতিমা।

ফাতিমা কিন্তু নয় নয় করে এই কয়েক বছরে বেশ কয়েকটি সিনেমা করেছেন কিন্তু একটিও বাণিজ্যিক সাফল্য পায়নি। দঙ্গল নিঃসন্দেহে একটি বড় ব্রেক ফাতিমার কাছে। এর উপরেই নির্ভর করছে বলিউডে ওর কেরিয়ার। আশা করা যায়, পরীক্ষায় উত্তীর্ণ হবেন ফাতিমা।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে