বিনোদন ডেস্ক : কানের রেড কার্পেটে পা পড়ল বলিউড অভিনেত্রী এবং সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের। কুয়েতের ডিজাইনার আলি ইউনেসের পোশাকে এদিন কানের লালা গালিচায় হাঁটলেন এই অভিনেত্রী।
বিগত পনেরো বছরের মতো এবারও লরিয়েলের প্রতিনিধি হিসেবে তিনি পা রাখলেন ‘কান’এর রেড কার্পেটে। এছাড়া এবার ‘সবরজিৎ’-এর স্পেশাল স্ক্রিনিংও ব্যবস্থা করা হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। তবে কান উৎসবে ১৩ ও ১৪ মে এই দু'দিন দেখা যাবে ঐশ্বরিয়ার জাদু।
২০ মে মুক্তি পেতে চলেছে ঐশ্বরিয়া অভিনীত ছবি ‘সবরজিৎ’। তাই ‘সবরজিৎ’ প্রচারের জন্য থাকতে হবে সিনে দলবীরকে। তাই এবছর কান উৎসব খুব তাড়াতাড়ি সারে নিচ্ছেন নায়িকা।
সবরজিৎ-খবরের কাগজ থেকে তার কথা উঠে এসেছিল মানুষের মুখে মুখে। সেই কথাই কাহিনি হয়ে ধরা পড়েছে পরিচালক উমাঙ্গের ক্যামেরায়। সেখানে পাকিস্তান জেলে বন্দি সবরজিৎ-এর গল্প উঠে এসেছে রূপালী পর্দায়। তার থেকেও বেশি দেখানো হয়েছে এক বোনের লড়াই। যেখানে বোনের চরিত্রে রয়েছে ঐশ্বরিয়া ও সবরজিতের ভূমিকায় রণদীপ অভিনয় করেছেন। ইতিমধ্যে এই ছবির ট্রেলার পেয়েছে রিপোর্টার স্ট্যান্ডিং ওবেশন।
প্রতিবারের মতো এবারো কান-সফরে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে মেয়ে আরাধ্যা ও মা বৃন্দা অংশ নিয়েছেন।
১৪ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই