শনিবার, ১৪ মে, ২০১৬, ০৭:৩৬:০৭

আবার রণবীরের সঙ্গে ক্যাটরিনা!

আবার রণবীরের সঙ্গে ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক : ঝগড়া করে মুখভার করেছিলেন দু’জনে।  মাখোমাখো প্রেমটাও ঠেকে গিয়েছিল।  আবার কী করে দু’জনে দুজনার?

দিব্যি তো মস্তিতে নাচ করছেন রণবীর-ক্যাট।  তাও আবার একগাদা লোকের মাঝে।  ভাবছেন তাহলে কি এবার এক হতে চলেছেন ইতি টানা দুই লভ-বার্ড?

ছয় বছরের মধুর সম্পর্কের ইতি টানলেও অভিনয়ে ফিরেছেন একসঙ্গে।  তবে বলিউডের অভিনয়শিল্পীদের জীবনে বহুমাত্রিক প্রেমের গল্প এখন হরহামেশাই শোনা যায়।

সালমান খানের সঙ্গে লুলিয়া ভান্তুর, আবার ক্যাটরিনার সঙ্গে সালমান।  রণবীরের সঙ্গে ক্যাটরিনা, আবার দীপিকার সঙ্গে রণবীর।  

সবকিছু মিলে কেমন জানি ঘোলাটে অবস্থা।  কার সঙ্গে কার কী সম্পর্ক চলছে তা নির্ণয় করাটা ভক্তদের জন্য কঠিন হয়ে পড়েছে।

কিছুদিন আগে রণবীর কাপূরের সঙ্গে ব্রেকআপ হয়েছে ক্যাটরিনা কাইফের।  সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে পরামর্শ করেই নাকি ব্রেকআপে জড়ান ক্যাট।

আবার এর পেছনে নাকি দীপিকা পাড়ুকোনের নামও শোনা যায়।  দীপিকার সঙ্গে বেশি ঘনিষ্ঠতা নাকি মেনে নিতে পারেননি ক্যাট।  

আমেরিকা থেকে হলিউডের সিনেমা ট্রিপল এক্স-এর শুটিংয়ের ছুটিতে ভারতে এসেই রণবীরের বাড়িতে যান দীপিকা।  তখনই কানাঘুষা শুরু হয় ফের পুরনো সম্পর্কে জড়াচ্ছেন দীপিকা-রণবীর।

আবার ক্যাটরিনা কাইফকেও সালমান খানের সঙ্গে বেশ ঘনিষ্ঠ হতে দেখা যায়।  বি-টাউনের গুঞ্জন ফের আগের জীবনে ফিরে যাচ্ছেন ক্যাটরিনা।  ক্যাটরিনার জন্য সালমানের হৃদয়ে নাকি দুর্বলতাও রয়েছে।

এদিকে সালমান খানের সঙ্গে ব্রেকআপের পর একসঙ্গে আর কোনো কাজ করেননি ক্যাটরিনা কাইফ।  সর্বশেষ 'এক থা টাইগার' সিনেমায় কাজ করেছিলেন এ জুটি।  তবে সিনেমাটি অনেক আগে শুটিং সম্পন্ন করা হয়েছিল।  মুক্তি দেয়া হয় অনেক দেরিতে।

তবে রণবীরের সঙ্গে ব্রেকআপের পর এ জুটি ফের পর্দায় একসঙ্গে হাজির হবেন বলে জানা গেছে।
 
এদিকে ২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয়ের সময় রণবীরের প্রেমে পড়েন ক্যাট।  ২০১৩ সালে ইবিজা সাগরপাড়ে পাপারাজ্জির তোলা রণবীরের সঙ্গে ক্যাটের ছবিই জানান দিয়েছিল, ডুবে ডুবে জল খাচ্ছেন তারা।

এর কিছুদিন পর থেকে একই ছাদের নিচে থাকতে শুরু করেন দু’জনে।  কিন্তু কয়েক মাস ধরে তাদের মধ্যে ফাটল দেখা দেয়।  তাহলে সেই ফাটল কি জোড়া লাগছে এবার?
১৪মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে