বিনোদন ডেস্ক : বাড়ি ছাড়লেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। হঠাৎ কেন তিনি বাড়া ছাড়ার সিদ্বান্ত নিলেন এই নিয়ে অনেকের মাঝে তৈরি হয়েছে নানা কৌতুহল? অনেকেই আবার মনে করছেন পারিবারিক ঝামেলা হয়েছে হয়তোবা। না বাবা-মা-এর সঙ্গে কোনো ঝামেলা হয়নি। তাহলে কেন তিনি বাড়ি ছাড়লেন এই নিয়ে প্রশ্ন অনেকের? তবে না, অবাক হওয়ার কিছু নেই। কারণ বলিউডের আর পাঁচটা নায়িকার মতো নিজের টাকায় ফ্ল্যাট কিনেছেন শ্রদ্ধা। এখন থেকে সেখানেই থাকবেন তিনি।
জুহু এলাকায় নিজের একটি ফ্ল্যাট কিনেছেন নায়িকা। শ্রদ্ধার কথায়, “এখানে আমার কাছের অনেক সুবিধা হবে”। সেকারণেই বাবা শক্তি কাপুরের বাড়ি ছাড়ছেন তিনি। তাছাড়া শ্রদ্ধা এমন জায়গায় বাড়ি কিনেছেন, যেখান থেকে নিজের বাড়ি ও মাসি পদ্মিনী কোলাপুরীর বাড়ির দূরত্ব সমান। আর মাসি কতটা কাছের শ্রদ্ধা সেটা নতুন করে বলার কিছু নেই।
শ্রদ্ধার আগেই বাবা-মা-এর বাড়ি ছেড়ে নিজের ফ্ল্যাটের উঠে এসেছেন আলিয়া ভাট ও তাপসি পান্নু। এবার পালা শ্রদ্ধার। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শ্রদ্ধার ‘বাঘি’। যেখানে শ্রদ্ধার অভিনয় প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের।
১৪ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই