শনিবার, ১৪ মে, ২০১৬, ০৯:৪১:৩৪

নেপালে ভূমিকম্প বিধ্বস্তদের ত্রাণের কনসার্টে মাতিয়ে দিলেন সোনাক্ষী, মালাইকা

নেপালে ভূমিকম্প বিধ্বস্তদের ত্রাণের কনসার্টে মাতিয়ে দিলেন সোনাক্ষী, মালাইকা

বিনোদন ডেস্ক : আজ শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে একটি কনসার্টে অংশগ্রহণ করছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং মালাইকা অরোরা খান। অনুষ্ঠান থেকে পাওয়া সমস্ত অর্থ নেপালের ভূমিকম্প বিধ্বস্ত মানুষের ত্রাণের টাকায় ব্যবহৃত হবে।

নেপাল আর্মি ওয়াইভস অ্যাসোসিয়েশন আয়োজিত ওই কনসার্টের নাম ‘অমরপঞ্ছি’। নেপালের তুনদিখেল ওপেন গ্রাউন্ডে তা অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার তারা নেপালে গিয়েছেন এই অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য। সেদেশে এটাই তাদের দুজনের প্রথম ভ্রমণ বলে জানা যায়।

ওই কনসার্টে পারফর্ম করেছেন নেপালি তারকা কেকি অধিকারি, ইন্দিরা জোশি, রিচা শর্মা, নিশা অধিকারি, সুষমা কার্কি, প্রিয়াঙ্কা কার্কি এবং রেখা থাপা।
১৪ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে