শনিবার, ১৪ মে, ২০১৬, ১১:৫৩:১৫

কানের রেড কার্পেটে লিপস্টিকের আইফেল টাওয়ারের সঙ্গে পোজ দিলেন ঐশ্বরিয়া

কানের রেড কার্পেটে লিপস্টিকের আইফেল টাওয়ারের সঙ্গে পোজ দিলেন ঐশ্বরিয়া

রিমন মাহফুজ , কান ( ফ্রান্স) থেকে : সাবেক  বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন কানে রেড কার্পেটে হাঁটার আগে লরিয়াল প্যারিসের জন্য পোজ দেন। তিনি ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডর। তাই লাল গালিচায় হাঁটার মাত্র কিছুক্ষণ আগে এই ছবি তুললেছেন।

আসলে তার এই পুরো ফোটো শুটটাই ছিল লরিয়াল প্যারিসের কসমেটিক ব্র্যান্ডের বিজ্ঞাপনী প্রচারের জন্য। লিপস্টিকের আইফেল টাওয়ারের সঙ্গে পোজ দিলেন ঐশ্বরিয়া।

ঐশ্বরিয়া ১৫ বছর ধরে এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ গ্রহণ করছেন।
 
রেড কার্পেটে পাপারাৎজির সামনে পোজ দিতে তাই অভ্যস্ত তিনি। আলি য়োন্সের ডিজাইন করা  পাথর-খচিত সেই বহুমূল্য গাউনটি পড়ে তৃতীয় দিনে দ্যুতি ছড়িয়েছেন লালগালিচায়। আজ শনিবার ৪র্থ দিনেও লালগালিচায় হাটবেন তিনি।
১৪ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে