রবিবার, ১৫ মে, ২০১৬, ০৩:৪৩:১৭

শাকিবের জন্য প্রযোজকের বকা খেতে হয় : বদিউল আলম খোকন

শাকিবের জন্য প্রযোজকের বকা খেতে হয় : বদিউল আলম খোকন

বিনোদন ডেস্ক: চলচ্চিত্রে পরিচালক ও নায়ক হিসেবে অনেকটা অলিখিত জুটি ছিল বদিউল আলম খোকন ও শাকিব। বদিউল আলমের সিনেমা মানেই শাকিব থাকবে। ঈদ থেকে শুরু করে স্বাভাবিক সময়েও খোকন-শাকিবের সিনেমা মুক্তি পেয়েছে। তবে গত কয়েক মাস ধরে খোকনের সিনেমায় শাকিব নেই। তাকে নিয়ে তিনি সিনেমাও বানাচ্ছেন না। এর কারণ কি?

এ প্রশ্নের উত্তর পাওয়া যায় খোকনের বক্তব্যে। তিনি বলেন, শাকিবের জন্য আর বকা শুনতে পারছি না। শাকিবকে তো আর প্রযোজক কিছু বলতে পারেন না। কথা শুনতে হয় আমার। বকা খাওয়ার কারণ শূটিংয়ে শাকিব দেরি করে আসেন। দেরি বলতে যে সে দেরি নয়, ৯টার সময় আসার কথা থাকলে শাকিব আসেন বিকাল ৩টায়। এর জন্য সিনেমার খরচ বেড়ে যায়। প্রযোজকের বাড়তি লাখ লাখ টাকা খরচ হয়। ফলে প্রযোজক শাকিবের ওপর অসন্তুষ্ট হলেও কথা শোনান আমাকে। শাকিবের জন্য আমি আর কত কথা শুনব? তাই তাকে নিয়ে আর সিনেমা বানাইনি। তবে তাকে নিয়ে আরেকটি সিনেমা বানাবো। এ ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছি। সেগুলো শাকিব মেনে নিয়েছেন। ফলে তাকে নিয়ে শেষ চেষ্টা করব। কমল সরকারের গল্পে তাকে নিয়ে যে সিনেমাটি শুরু করব তাতে নতুন একজন নায়িকা থাকবে।-ইনকিলাব

১৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে